পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 19, 2021, 9:52 PM IST

ETV Bharat / sports

Taliban : অন্ধকারে আফগান ক্রিকেট, এসিবি-র সদর দফতরে তালিবান !

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানবাসীর মুখে হাসি ফোটাচ্ছিলেন ক্রিকেটার রশিদ খান, মহম্মদ নবিরা ৷ তাঁদের দেখে বন্দুক ছেড়ে ব্যাট হাতে নেওয়ার অনুপ্রেরণা পাচ্ছিলেন আফগান যুবকরা ৷ সেসব আজ ধুলোয় মিশেছে ৷ তালিবান শাসনে আফগান ক্রিকেটের ভবিষ্যৎ কী তা কেউ জানে না ৷

Afghanistan Cricket Board
Afghanistan Cricket Board

কাবুল, 19 অগস্ট : তালিবান যুগে আফগান ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে? তালিবান আফগানিস্তান দখল করতেই এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ৷ এই প্রশ্নের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ছবি দেখে চমকে গেলেন নেটিজেনরা ৷ কাবুল শহরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদর দফতরে পৌঁছে গেল তালিবান ৷ ছবিতে দেখা যাচ্ছে, বন্দুক হাতে বোর্ডের সদর দফতরে পৌঁছে বসে রয়েছেন তালিবান নেতারা ৷ তাঁদের সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে প্রাক্তন আফগান ক্রিকেটার আবদুল্লাহ মাজারিকে ৷

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানবাসীর মুখে হাসি ফোটাচ্ছিলেন ক্রিকেটার রশিদ খান, মহম্মদ নবিরা ৷ তাঁদের দেখে বন্দুক ছেড়ে ব্যাট হাতে নেওয়ার অনুপ্রেরণা পাচ্ছিলেন আফগান যুবকরা ৷ সেসব আজ ধুলোয় মিশেছে ৷ তালিবানদের শাসনে আফগান ক্রিকেটের ভবিষ্যৎ কী তা কেউ জানে না ৷ তার মধ্যেই আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি বলেন, তালিবান নাকি ক্রিকেট ভালবাসে ! তাই বিশ্বকাপে আফগানিস্তানের অংশ নেওয়া আটকাবে না ৷

আরও পড়ুন : Virat Kohli : কোহলির মুখের ভাষা খুব খারাপ ! ইংরেজ ক্রিকেটারের তোপের মুখে বিরাট

তিনি বলেন, "আমি ক্রিকেটের মধ্য়ে কোনও হস্তক্ষেপ দেখছি না ৷ আমাদের দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন আশা করছি ৷ তালিবান ক্রিকেট ভালবাসে ৷ বহুদিন ধরে ওরা আমাদের সমর্থন করে চলেছে ৷" আসলে ক্রিকেট অনুরাগীদের আশ্বস্ত করতে চেয়েছিলেন তিনি ৷ পাশাপাশি লন্ডনে থাকা রশিদ খান নিজের পরিবার নিয়ে উদ্বেগ প্রকাশ করলে সিইও বলেন, ক্রিকেটার ও তাঁদের পরিবাররা নিরাপদেই রয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details