দুবাই, 13 নভেম্বর: আফিগানিস্তান ক্রিকেটর জন্য বড় খবর ৷ সেদেশের তালিবান প্রশাসন মহিলাদের ক্রিকেট পুনরায় চালু করায় সম্মতি প্রদান করেছে বলে জানালো আইসিসি (Taliban Agreed to Resume Afghanistan Womens Cricket) ৷ সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার ‘সংবিধান’কে মেনে নেওয়ার কথাও জানিয়েছে তালিবান প্রশাসন ৷ গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করার পরেই, আশরাফ ঘানির সরকারকে সরিয়ে আফগানিস্তানের দখল নিয়েছিল তালিবানরা ৷ এরপর থেকেই সেদেশে মহিলাদের উপর সবক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ বন্ধ হয়ে যায় মহিলাদের ক্রিকেট ৷ প্রায় একবছর পর ফের আফগান মহিলা ক্রিকেট দিনের আলো দেখতে চলেছে ৷
গতবছর আফগান মহিলা ক্রিকেট দলের খেলায় নিষেধাজ্ঞা আরোপের পর আইসিসি একটি কার্যনির্বাহী দল তৈরি করে সেদেশের ক্রিকেট সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ৷ আর সেই কমিটির থেকে আইসিসি সম্প্রতি একটি রিপোর্ট পায় ৷ যেখানে আফগানিস্তানের তালিবান সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে আফগান ক্রিকেট বোর্ড এবং কমিটির সদস্যদের বৈঠক হয় ৷ সেই বৈঠকেই তালিবানের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, আইসিসি’র ‘সংবিধান’ তারা মানবে এবং বৈচিত্র্যকে মান্যতা দেবে ৷ সেই সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তালিবান প্রশাসনের বাইরে স্বাধীনভাবে কাজ করতে পারবে ৷