পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 World Cup : ভারতের হারে হতাশ বীরু, বললেন কোহলিদের আত্মসমালোচনা প্রয়োজন - T20 world cup

সমালোচনার সুরে হতাশ লক্ষ্মণ ব্যাটিং-অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা, খারাপ শট নির্বাচনকেই দায়ী করেছেন ৷ নিউজিল্যান্ডের বোলারদের ভূয়সী প্রশংসা করে তিনি জানিয়েছেন, ভারতের কাছে সেমিফাইনাল এখন স্বপ্ন ৷

T20 World Cup
ভারতের হারে হতাশ বীরু, বললেন কোহলিদের আত্মসমালোচনা প্রয়োজন

By

Published : Nov 1, 2021, 10:02 AM IST

দুবাই, 1 নভেম্বর : হতবাক, হতাশ, বিধ্বস্ত ৷ রবিবার রাতের পর থেকে এই শব্দগুলোই জুড়ে গিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ৷ লড়ে হারলে তবু মানা যায়, কিন্তু এই হার তো আত্মসমর্পণ ছাড়া আর কিছুই নয় ৷ পাকিস্তানের পর নিউজ়িল্যান্ড ৷ বিরাট হারে কুড়ি-বিশের বিশ্বকাপে ভারতের ট্রফি জয়ের স্বপ্নের সলিলসমাধি ৷ কোথায় পিছিয়ে পড়ল কোহলি ব্রিগেড ? এবিষয়ে নানা মুনির নানা মত ৷ কিন্তু এসবের বাইরে গিয়ে জাতীয় দলের প্রাক্তন তারকা বীরেন্দ্র সেহওয়াগ জানালেন, কোহলিদের এবার আত্মসমালোচনার প্রয়োজন ৷

একইসঙ্গে ভারতের পারফরম্যান্সে বেজায় হতাশ নজফগড়ের নবাব ৷ কেবল বীরুই নয়, তালিকায় ভিভিএস লক্ষ্মণ, ইরফান পাঠান থেকে শুরু করে শাহিদ আফ্রিদি, কামরান আকমলরা ৷ টুইটারে ভারতের হারের সমালোচনা করে সেহওয়াগ লিখলেন, "একরাশ হতাশা উপহার দিল ভারত ৷ নিউজিল্যান্ড দুর্দান্ত ৷ ভারতীয় ক্রিকেটারদের শরীরী ভাষাই ঠিক ছিল না ৷ সেইসঙ্গে জঘন্য শট সিলেকশন ৷ এই হার ভীষণই যন্ত্রণার ৷ ভারতীয় দলের এবার আত্মসমালোচনার প্রয়োজন ৷"

সমালোচনার সুরে হতাশ ভিভিএস লক্ষ্মণ ব্যাটিং-অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা, খারাপ শট নির্বাচনকেই দায়ী করেছেন ৷ নিউজিল্যান্ডের বোলারদের ভূয়সী প্রশংসা করে তিনি জানিয়েছেন, ভারতের কাছে সেমিফাইনাল এখন স্বপ্ন ৷ ইরফান পাঠান আবার ভারতীয় ক্রিকেটারদের একসঙ্গে মিরাকল করার ডাক দিয়েছেন ৷

আরও পড়ুন : বিশ্বকাপ থেকে কার্যত প্যাক আপ, কোথায় পিছিয়ে পড়লেন কোহলিরা ?

পাক কিংবদন্তি শাহিদ আফ্রিদি টুইটারে লিখেছেন, "ওরা দু'টো ম্যাচ যেভাবে খেলল তাতে মিরাকল ছাড়া সেমিফাইনাল সম্ভব না ৷" হতাশ কামরান আকমল লিখেছেন, "টিম ইন্ডিয়া যে কোনও টুর্নামেন্টে সবসময়েই ট্রফি জয়ের অন্যতম দাবিদার ৷ তাই দলটার এমন পারফরম্যান্স মোটেই কাঙ্খিত নয় ৷ ভীষণ হতাশ আমি ৷ নিউজ়িল্যান্ডের ভাল ক্রিকেটের তারিফ করতেই হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details