পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারত থেকে সরছে টি-20 বিশ্বকাপ, তবে দায়িত্বে বিসিসিআই

জৈব সুরক্ষা বলয় তৈরি করে 16 দলের টি-20 বিশ্বকাপের মতো ইভেন্ট আয়োজনের পথে এই আইপিএলের ঘটনা বড় অন্তরায় ৷ ঝুঁকি নিতে নারাজ বোর্ড কর্তারা ৷

T20 World Cup
T20 World Cup

By

Published : Jun 6, 2021, 9:04 AM IST

নয়াদিল্লি, 6 জুন : ভারতে করোনার দ্বিতীয় ঢেউ চলছে ৷ তার মধ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে অক্টোবর-নভেম্বর মাসে ভারতে টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ৷ এমন অবস্থায় কী করণীয় তা জানাতে আইসিসির কাছে কিছুটা সময় নিয়েছে বিসিসিআই ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত তাদের অবস্থান না জানালেও ভারতে এবছর বিশ্বকাপ আয়োজন সম্ভব নয় এটা ধরেই নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ এই মেগা ইভেন্টের জন্য সেইভাবে প্রস্তুতি নিচ্ছে আইসিসি ৷

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লেও জৈব সুরক্ষা বলয় তৈরি করে শুরু হয়েছিল আইপিএল ৷ কিন্তু এত সাবধানতা অবলম্বন করলেও কোথাও না কোথাও ফাঁক থেকে গিয়েছিল ৷ যার ফলস্বরূপ একাধিক ক্রিকেটার ও টিমের সদস্যরা করোনায় আক্রান্ত হন ৷ আইপিএল মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই ৷ জৈব সুরক্ষা বলয় তৈরি করে 16 দলের টি-20 বিশ্বকাপের মতো ইভেন্ট আয়োজনের পথে এই ঘটনা বড় অন্তরায় ৷ ঝুঁকি নিতে নারাজ বোর্ড কর্তারা ৷ অক্টোবর-নভেম্বর মাসে ভারত করোনা মুক্ত দেশ হয়ে উঠবে এমনটা আশা করা যায় না ৷ অতএব ধরে নেওয়াই যেতে পারে যে ভারত থেকে সরছে টি-20 বিশ্বকাপ ৷

তাছাড়া আইপিএলের ঘটনা বিদেশি ক্রিকেটারদের মনে তাজা ৷ আতঙ্কে আইপিএলের মাঝপথেই অনেকে দেশে ফিরে গিয়েছিল ৷ জৈব সুরক্ষা বলয়ে সংক্রমণ ছড়াতে শুরু করলে আতঙ্ক আরও চেপে বসে ৷ অনেক দেশই বিশ্বকাপ খেলতে ভারতে আসছে চাইছে না ৷ তাছাড়া ছোট দেশগুলির হাতে অত বিকল্প ক্রিকেটার নেই ৷ ফলে কোনও সমস্যা হলে তার সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে ৷

আরও পড়ুন : Team India : ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ্যর তকমা পাবে ভারত ?

এক্ষেত্রে সর্বপ্রথম বিকল্প হিসেবে উঠে আসছে সংযুক্ত আরব আমিরশাহীর নাম ৷ আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের অসমাপ্ত অংশ ৷ তাই আবু ধাবি, দুবাই ও শারজার পর ওমানের রাজধানী মাসকটকেও বিশ্বকাপের ভেনু হিসেবে ধরা হচ্ছে ৷ তবে বিশ্বকাপের ভেনু যাই হোক আয়োজনের দায়িত্ব থাকছে বিসিসিআই ৷ এই বিষয়ে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "আইসিসির বোর্ড মিটিংয়ে বিসিসিআই তরফে বলা হয়, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে টুর্নামেন্ট হলে আপত্তি নেই ৷ কিন্তু আয়োজনের স্বত্ত্ব বিসিসিআইয়ের হাতেই রাখবে ৷" তিনি জানিয়েছেন, "16 দলের প্রতিযোগিতার প্রথম রাউন্ড মাসকটে হতে পারে ৷ কারণ সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের বাকি অংশের খেলা হবে ৷ 10 অক্টোবর শেষ হচ্ছে আইপিএল ৷ তারপর বিশ্বকাপের জন্য বিসিসিআইয়ের হাতে মাঠ তুলে দিতে কিছুটা সময় লাগবে ৷ ফলে নভেম্বরে বিশ্বকাপের বাকি ম্যাচগুলি খেলা হতে পারে ৷"

আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 28 জুন পর্যন্ত বিসিসিআইয়ের কাছে সময় রয়েছে ৷ যদিও তার আগেই আমিরশাহী পৌঁছে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৷ আইপিএল ছাড়া টি-20 বিশ্বকাপ নিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে রাখতে পারেন সৌরভরা ৷

ABOUT THE AUTHOR

...view details