পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 World Cup : দলে পরিবর্তনের জন্য আরও পাঁচদিনের সময় পেল বিসিসিআই - বিসিসিআই

টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে পরিবর্তনের জন্য আরও অতিরিক্ত পাঁচদিন সময় পেল বিসিসিআই ৷ আইসিসির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে 12টি বিশেষ দলকে এই সুযোগ দেওয়া হয়েছে ৷ যার শেষ তারিখ 15 অক্টোবর ৷

T20 World Cup
ভারতীয় দলে পরিবর্তনের জন্য 5 দিন সময় পেল বিসিসিআই

By

Published : Oct 11, 2021, 1:04 PM IST

নয়াদিল্লি, 11 অক্টোবর: 17 অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ তার আগে সুপার 12-এ থাকা দলগুলিকে তাদের খেলোয়াড় পরিবর্তনের জন্য আরও পাঁচদিন বেশি সুযোগ দিল আইসিসি ৷ তবে যে দলগুলি কোয়ালিফাইং রাউন্ডে খেলবে তাদের জন্য দল পরিবর্তনের সময় 10 অক্টোবর পর্যন্তই থাকছে ৷ ফলে আগামী 15 অক্টোবর পর্যন্ত দল পরিবর্তন করতে পারবে বিসিসিআই ৷ এই মুহূর্তে ভারতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় আইপিএলে ভাল খেলছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল সহ আরও কয়েকজন খেলোয়াড় ৷ তাঁদেরকে নিয়ে ভাবছে বিসিসিআই ৷

প্রথমে আইসিসির তরফে 10 অক্টোবরই দল পরিবর্তনের জন্য শেষদিন ঘোষণা করা হলেও পরে আরও 5 দিন বাড়ানো হয় ৷ তবে এরপর আর কোনও দলই দলে খেলোয়াড় পরিবর্তন করতে পারবে না ৷ এই মুহূর্তে ভারতীয় দলে অতিরিক্ত হিসেবে রয়েছেন শ্রেয়স আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর ৷ তবে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে খানিকটা সংশয়ে রয়েছেন নির্বাচকরা ৷ কারণ আইপিএলের দ্বিতীয় পর্বে হার্দিককে বল করতে দেখা যায়নি ৷ তিনি যে সম্পূর্ণ ফিট নন তা বোঝাই যাচ্ছে ৷ নির্বাচকদের নজরে রয়েছেন বরুণ চক্রবর্তীও ৷ এই দুই খেলোয়াড়ের ফিটনেসের উপর নজর রাখছে বিসিসিআই ৷ ফলে শেষ মুহূর্তে ভারতীয় টি-20 দলে পরিবর্তন আসতেই পারে ৷

আরও পড়ুন: প্রথমবার পুরুষদের টি-20 বিশ্বকাপে আত্মপ্রকাশ হচ্ছে ডিআরএসের

টি-20 বিশ্বকাপে যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে তাতে দলে রয়েছেন বিরাট কোহলি(অধিনায়ক),রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা, ইষাণ কিষাণরা ৷ তবে বিসিসিআই জানিয়েছে এই দলে কোনও পরিবর্তন করা হবে না, যদি না কেউ চোট পায় ৷

ABOUT THE AUTHOR

...view details