ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টি20 বিশ্বকাপে প্রথমবার উগান্ডা, যোগ্যতা অর্জনে ব্যর্থ জিম্বাবোয়ে - Uganda

T20 World Cup 2024: আগামী বছর জুনে টি20 বিশ্বকাপ ৷ বৃহস্পতিবার এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করল উগান্ডা ৷ নামিবিয়ার সঙ্গে দ্বিতীয় দেশ হিসেবে তারা এই বিশ্বকাপে খেলবে ৷ এই প্রথমবার তারা কোনও আইসিসি প্রতিযোগিতায় অংশ নেবে ৷ তবে যোগ্যতা অর্জন করতে পারল না জিম্বাবোয়ে ৷

T20 World Cup 2024
T20 World Cup 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 5:49 PM IST

উইন্ডহোক, 30 নভেম্বর: আগামী বছর টি20 বিশ্বকাপ ক্রিকেটে কোন কোন দল অংশগ্রহণ করবে, তা চূড়ান্ত হয়ে গেল বৃহস্পতিবার ৷ উগান্ডা এবার প্রথম টি20 বিশ্বকাপ ক্রিকেটে খেলতে চলেছে ৷ আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতাই অর্জন করতে পারল না জিম্বাবোয়ে ৷

গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি20 বিশ্বকাপের প্রথম আটটি দল আগেই পরের বিশ্বকাপে খেলার ছাড়পত্র আগেই পেয়েছিল ৷ তার পর ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা পায় আফগানিস্তান ও বাংলাদেশ ৷ এর পর বিভিন্ন মহাদেশে অনুষ্ঠিত হয় যোগ্যতা নির্ণায়ক পর্ব ৷ সেই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আফ্রিকা থেকে জায়গা পেল উগান্ডা ৷ তারা যোগ্যতা নির্ণায়ক পর্বে 5টি ম্যাচে জিতেছে ৷ বৃহস্পতিবার পঞ্চম ম্যাচে জয় পেয়েছে তারা ৷

এ দিন তাঁদের ম্যাচ ছিল রুয়ান্ডার বিরুদ্ধে ৷ রুয়ান্ডাকে তারা 65 রানে অল আউট করে ৷ তার পর মাত্র 8.1 ওভারে সেই রান তুলে নেয় ৷ লিগ টেবিলে তাদের স্থান দ্বিতীয় ৷ আর লিগ টেবিলের শীর্ষে থেকে আফ্রিকা থেকে নামিবিয়াও খেলতে চলেছে এই বিশ্বকাপে ৷

এই দু’টি দেশ আফ্রিকা থেকে খেলতে যাওয়ায় এবার জিম্বাবোয়ে টি20 বিশ্বকাপে জায়গা করে নিতে পারল না ৷ 2022 সালের টি20 বিশ্বকাপে তারা খেলেছিল ৷ 2021 সালে আইসিসি-র তরফে সাসপেনশন থাকায়, তারা ওই বছর টি20 বিশ্বকাপে খেলতে পারেনি ৷ আর 2019 ও 2023 সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবোয়ে ৷ এর ফলে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার সুযোগ কার্যত হাতছাড়া হল জিম্বাবোয়ের কাছ থেকে ৷

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে টি20 বিশ্বকাপ ৷ আয়োজক দেশ হিসেবে খেলবে ওই দেশ ৷ এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা আগের টি20 বিশ্বকাপের প্রথম আটটি দল হিসেবে জায়গা পেয়েছে ৷ তার পর ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা পায় আফগানিস্তান ও বাংলাদেশ ৷

এছাড়া যোগ্যতা নির্ণায়ক পর্ব পেরিয়ে কানাডা (আমেরিকা), নেপাল ও ওমান (এশিয়া), পাপুয়া নিউ গিনি (এশিয়া প্যাসিফিক), আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড (ইউরোপ) এবং নামিবিয়া ও উগান্ডা (আফ্রিকা) জায়গা করে নিয়েছে ৷

আরও পড়ুন:

  1. দ্রাবিড়েই আস্থা! রাহুল-সহ কোচিং স্টাফেদের সঙ্গে চুক্তি নবীকরণ বোর্ডের
  2. 'ম্যাক্স' ঝড়ে তীরে এসে তরী ডুবল ভারতের, সিরিজে ব্যবধান কমাল অজিরা
  3. শেষ ওভারে চাপ সামলানোর কৌশল শিখেছেন ধোনির থেকে, জানালেন রিংকু

ABOUT THE AUTHOR

...view details