দুবাই, 7 ফেব্রুয়ারি : বছর শেষে অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের আসর বসছে (Tickets on sale for T20 World Cup in Australia) ৷ সেই টুর্নামেন্টের ম্যাচের টিকিট সাধারণ দর্শকদের জন্য ওয়েবসাইটে ছাড়ল আইসিসি ৷ t20worldcup.com ওয়েবসাইটে ম্যাচের টিকিট বিক্রির জন্য ছেড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা (ICC has Released Match Tickets for Sale on Website) ৷ মেলবোর্নে ফাইনাল-সহ মোট 45টি ম্যাচের টিকিট ওয়েবসাইটে ছাড়া হয়েছে ৷ 16 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত হবে টি-20 বিশ্বকাপ ৷
আইসিসি’র তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রথম রাউন্ড এবং সুপার 12 ম্যাচে বাচ্চাদের জন্য টিকিট ছাড়া হয়েছে ৷ যার দাম করা হয়েছে 5 ডলার ৷ আর প্রতিটি ভেনুতে বাছাই করা ম্যাচে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট ছাড়া হয়েছে ৷ যার দাম ধার্য করা হয়েছে 20 ডলার ৷ এটাই প্রথমবার অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ৷ প্রসঙ্গত, 2020 সালে এই টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায় ৷ কিন্তু, করোনা সংক্রমণের জেরে টুর্নামেন্ট স্থগিত করতে হয় ৷