পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T-20 WC : অক্টোবরে আমিরশাহি ও ওমানে ক্রিকেটের মহাযজ্ঞ, জানিয়ে দিল আইসিসি - ICC

আগামী 17 অক্টোবর থেকে 14 নভেম্বর পর্যন্ত মধ্য প্রাচ্যের এই দুটি দেশে চলবে ক্রিকেটের মহাযজ্ঞ ৷

t20 wc
t20 wc

By

Published : Jun 29, 2021, 5:03 PM IST

Updated : Jun 29, 2021, 6:41 PM IST

দুবাই, 29 জুন : পরিবর্তিত ভেনু থেকে দিনক্ষণ, টি-20 বিশ্বকাপ (T20 WC) নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ৷ ভারত থেকে টি-20 বিশ্বকাপ যে সরছে তা আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই ৷ আজ আইসিসি জানাল, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে আয়োজিত হবে বিশ্বকাপের মেগা আসর ৷ আগামী 17 অক্টোবর থেকে 14 নভেম্বর পর্যন্ত মধ্য প্রাচ্যের এই দুটি দেশে চলবে ক্রিকেটের মহাযজ্ঞ ৷

বিশ্বকাপের ম্যাচের জন্য সংযুক্ত আরব আমিরশাহী (UAE) ও ওমানের (OMAN) চারটি স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে ৷ সেগুলি হল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম (Dubai International Stadium), আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম (Sheikh Zayed Stadium), শারজা (Sharjah Stadium) এবং ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড (Oman Cricket Academy Ground) ৷

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আটটি কোয়ালিফাইং টিম খেলবে ৷ ম্যাচগুলি ওমান ও আমিরশাহীতে ভাগ করে দেওয়া হবে ৷ এর মধ্যে চারটি দল সুপার 12-এ উঠবে ৷ আটটি অটোমেটিক কোয়ালিফায়ার দলের সঙ্গে তারা যোগ দেবে ৷ প্রথম রাউন্ডে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, ওমান, নামিবিয়া এবং পাপুয়া নিউ গিনি ৷ এরপর প্লে অফ স্টেজ ও 14 নভেম্বর হবে টি-20 বিশ্বকাপের ফাইনাল ৷

চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপের (T20 WC) আসর বসার কথা ছিল ৷ কিন্তু দেশের করোনা পরিস্থিতি সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে ৷ ভারতে করোনা দ্বিতীয় ঢেউের প্রভাব যখন তুঙ্গে তখন আইপিএল আয়োজন করেছিল বিসিসিআই (BCCI) ৷ কিন্তু জৈব সুরক্ষা বলয়ও ক্রিকেটারদের সুরক্ষা দিতে পারেনি ৷ একে একে ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা করোনা আক্রান্ত হতে শুরু করলে টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত হয়ে যায় ৷

আরও পড়ুন : এক বিশ্বজয়ের গল্প

আইপিএল আয়োজনে বড় ধাক্কা খেয়ে দেশের মাটিতে টি-20 বিশ্বকাপের মতো মেগা আসর বসানোর ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই ৷ তাই বিকল্প ভেনু হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে ধরা হচ্ছিল ৷ টি-20 বিশ্বকাপ যে ভারত থেকে সরছেই তা কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল ৷ গতকাল বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) এই খবর নিশ্চিত করেন ৷

Last Updated : Jun 29, 2021, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details