দুবাই, 29 জুন : পরিবর্তিত ভেনু থেকে দিনক্ষণ, টি-20 বিশ্বকাপ (T20 WC) নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ৷ ভারত থেকে টি-20 বিশ্বকাপ যে সরছে তা আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই ৷ আজ আইসিসি জানাল, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে আয়োজিত হবে বিশ্বকাপের মেগা আসর ৷ আগামী 17 অক্টোবর থেকে 14 নভেম্বর পর্যন্ত মধ্য প্রাচ্যের এই দুটি দেশে চলবে ক্রিকেটের মহাযজ্ঞ ৷
বিশ্বকাপের ম্যাচের জন্য সংযুক্ত আরব আমিরশাহী (UAE) ও ওমানের (OMAN) চারটি স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে ৷ সেগুলি হল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম (Dubai International Stadium), আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম (Sheikh Zayed Stadium), শারজা (Sharjah Stadium) এবং ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড (Oman Cricket Academy Ground) ৷
টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আটটি কোয়ালিফাইং টিম খেলবে ৷ ম্যাচগুলি ওমান ও আমিরশাহীতে ভাগ করে দেওয়া হবে ৷ এর মধ্যে চারটি দল সুপার 12-এ উঠবে ৷ আটটি অটোমেটিক কোয়ালিফায়ার দলের সঙ্গে তারা যোগ দেবে ৷ প্রথম রাউন্ডে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, ওমান, নামিবিয়া এবং পাপুয়া নিউ গিনি ৷ এরপর প্লে অফ স্টেজ ও 14 নভেম্বর হবে টি-20 বিশ্বকাপের ফাইনাল ৷