মুম্বই, 1 অগস্ট : পাক অধিকৃত কাশ্মীরে আয়োজিত ক্রিকেট লিগ নিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বিসিসিআই (BCCI) ৷ জানিয়ে দেওয়া হল, যে সব ক্রিকেটার কাশ্মীর (পাক অধিকৃত) প্রিমিয়ার লিগে (KPL) অংশ নেবেন, তাঁরা ভারতে আয়োজিত ক্রিকেট সংক্রান্ত কোনও বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ৷ প্রসঙ্গত, গতকাল প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ওপেনার হার্সেল গিবস অভিযোগ করেছিলেন, বিসিসিআই তাঁকে কাশ্মীর প্রিমিয়ার লিগে (Kashmir Premier League) না খেলার জন্য হুমকি দিচ্ছে ৷ আর তারপরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয় ৷ যার পরিপ্রেক্ষিতে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷
এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, বিসিসিআই বিশ্বের অন্যসব ক্রিকেট বোর্ডগুলির কাছে আবেদন করেছে ৷ যেখানে বলা হয়েছে, সেদেশের ক্রিকেটারদের কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলার অনুমতি যাতে না দেওয়া হয় ৷ আর তারা যদি তা না করে, তবে টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটাররা ভবিষ্যতে ভারতে আয়োজিত কোনওরকম ক্রিকেট সংক্রান্ত বিষয়ে অংশ নিতে পারবেন না ৷ আর বিসিসিআই’র এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে নেওয়া বলে জানানো হয়েছে ৷ সেই সঙ্গে সব দেশের ক্রিকেট বোর্ডকে এও বলা হয়েছে, তাদের ক্রিকেটাররা পাকিস্তান প্রিমিয়ার লিগে খেললে ভারতীয় বোর্ডের কোনও আপত্তি নেই ৷ কিন্তু, এই টুর্নামেন্টটি পাক অধিকৃত কাশ্মীরে আয়োজিত হচ্ছে ৷ আর তাই বিসিসিআই ভারত সরকারের নীতি অনুসরণ করে চলবে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন ওই বোর্ড আধিকারিক ৷ তবে, পুরো বিষয়টিই বেসরকারিভাবে বিসিসিআই’র তরফে অন্যান্য ক্রিকেট বোর্ডগুলিকে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷