দুবাই, 18 অক্টোবর : গত দু’বছর সেরা ফিটনেসের ধারে কাছে নেই ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ যা নিয়ে বহুবার সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি ৷ এমনকি সম্প্রতি শেষ হওয়া আইপিএল এও নিজের সেরা ফিটনেসে ছিলেন না হার্দিক ৷ আইপিএল’র দ্বিতীয় লেগের শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলেননি তিনি ৷ পরের দিকে মাঠে নামলেও, তাঁকে বল করতে দেখা যায়নি ৷ ব্যাট হাতেও ভরসা দিতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সকে ৷ এবার সেই হার্দিক টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের 15 জনের দলের সদস্য ৷ তাঁকে 6 বা 7 নম্বরে ফিনিশার হিসেবেও প্রাথমিকভাবে ভাবা হচ্ছে ৷ আর তাই এই টি-20 বিশ্বকাপকে নিজের ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন হার্দিক পান্ডিয়া ৷ জানালেন, এই টি-20 বিশ্বকাপে ফিনিশার হিসেবে তাঁর দায়িত্ব সবচেয়ে বেশি ৷ কারণ, প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফিনিশারের কাজটা মাঠে এবার তাঁকে করতে হবে ৷
এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক বলেন, ‘‘এখনও পর্যন্ত সবচেয়ে বড় দায়িত্ব ৷ আমি এটা বলছি, কারণ এবার আমি মহেন্দ্র সিং ধোনিকে পাব না ৷ সবকিছু আমার কাঁধে ৷ আমি এভাবেই ভাবতে পছন্দ করি ৷ এটা আমাকে আরও বেশি করে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় ৷ এটা খুবই উত্তেজনাপূর্ণ এবং ফাটাফাটি একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে ৷’’ প্রসঙ্গত, ধোনির অবসর নেওয়ার পর এটাই ভারতের প্রথম কোনও বিশ্বকাপ ৷ আর সেই টুর্নামেন্টের শুরুটাই ভারত করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৷ এই মেগা ইভেন্টে ভারতীয় দলের মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে সাপোর্ট স্টাফের সঙ্গে জুড়ে দিয়েছে বিসিসিআই ৷
আরও পড়ুন : Dhoni Joins Team India : ভারতীয় দলে 'প্রত্যাবর্তন' মেন্টর ধোনির, শুরু করলেন পাক বধের প্রস্তুতি
প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে হার্দিককে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘এমএস ধোনি এমন একজন ছিলেন, যিনি আমাকে শুরু থেকে বুঝতেন ৷ কীভাবে আমি খেলি, আমি কেমন মানুষ, কোন জিনিসগুলো আমি পছন্দ করি না, সবকিছু ৷’’ এমনকি পরিচালক-প্রযোজক করণ জোহরের টিভি শো’য়ে যৌনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর, ভারতীয় দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ৷ তারপর 2019 সালে নিউজ়িল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরে এসেছিলেন হার্দিক ৷ সেই সময় ধোনি তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন বলে জানিয়েছেন তিনি ৷