পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat-Anushka: কোয়ারেন্টাইনে অনুষ্কা, স্ত্রী-মেয়েকে দেখতে ব্যালকনি-বাগানে হাজির বিরাট

হোটেলের ব্যালকনি থেকে স্ত্রীকে হাত নাড়ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা শর্মা ৷ এই মুহূর্তে দুবাইতে ভারতীয় দলের টিম হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি ৷ কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় হোটেলের ব্যালকনি থেকে বিরাটের ছবি তুলেছেন অনুষ্কা ৷

quarantine-love-of-virat-kohli-and-anushka-sharma
কোয়ারেন্টাইনে অনুষ্কা, হোটেলের ব্যালকনি থেকে ছবি তুললেন স্বামী বিরাটের

By

Published : Oct 17, 2021, 4:51 PM IST

দুবাই, 17 অক্টোবর : আইপিএল’র পর টি-20 বিশ্বকাপ খেলতে দুবাইতেই রয়েছেন বিরাট কোহলি ৷ তাঁকে সঙ্গ দিতে সেখানে পৌঁছেছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা এবং মেয়ে ভামিকা ৷ তবে, এই মুহূর্তে বিরাটের সঙ্গে নেই তাঁরা ৷ ভারতীয় টিম হোটেলের অন্যত্র মেয়েকে নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন অনুষ্কা ৷ তবে, দূরে থাকলেও স্বামীর প্রতি ভালবাসা জাহির করতে খামতি দেখাচ্ছেন না এই বলিউড অভিনেত্রী ৷ আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা ৷ যেখানে দু’জনে ব্যালকনিতে দাঁড়িয়ে, একে অপরকে হাত নাড়ছেন ৷ সেই ছবিতে বিরাট কখনও হোটেলের ব্যালকনিতে, তো কখনও হোটেলের বাগানে ৷ আর নিজের হোটেল রুমের ব্যালকনি থেকে বিরাটের ছবি তুলছেন তাঁর স্ত্রী ৷

প্রসঙ্গত, গত জুন মাস থেকে দেশের বাইরে রয়েছেন বিরাট কোহলি ৷ প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড সফর ৷ এর পর সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে থেকে যায় গোটা ভারতীয় দল ৷ সেখানে ভারতীয় দলের সঙ্গেই ছিল তাদের পরিবার ৷ কিন্তু, তার পর বিরাট সহ ভারতীয় দলের ক্রিকেটাররা সেখান থেকে দুবাইয়ে আইপিএল খেলতে চলে যান ৷ সেই সময় অনুষ্কা শর্মা দেশে ফিরে আসেন ৷ এবার আইপিএল শেষ হতেই টি-20 বিশ্বকাপের আসর বসছে দুবাইতে ৷ সেখানে বিরাটকে সঙ্গ দিতে ফের পৌঁছে গিয়েছেন অনুষ্কা ৷

আরও পড়ুন : T-20 World Cup : দেখাতে হবে পরিপক্কতা, কোহলিদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার 'গুরুমন্ত্র' দিলেন সৌরভ

এই মুহূর্তে অনুষ্কা শর্মা এবং তাঁর মেয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৷ যেহেতু বিরাট সহ ভারতীয় দলের অন্য ক্রিকেটাররা শুরু থেকেই বায়ো বাবলে রয়েছেন, তাই তাঁদের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না ৷ অনুষ্কা শর্মা যে ছবি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে, হোটেলের একই ফ্লোরের অন্য ব্যালকনি থেকে বিরাট তাঁকে হাত নাড়ছেন ৷ আবার অন্য একটি ছবিতে বিরাট হোটেলের বাগানে ঘুরছেন ৷ আর অনুষ্কা তাঁর রুমের ব্যালকনি থেকে তাঁর ছবি তুলছেন ৷

আরও পড়ুন : Virat Kohli : শাস্ত্রীর উত্তরসূরী দ্রাবিড়, বিরাট বললেন "নো আইডিয়া"

প্রসঙ্গত, টি-20 বিশ্বকাপে নামার আগে, 18 এবং 20 অক্টোবর ভারত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামবেন ৷ তার পর মূল পর্বে 24 অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল ৷

ABOUT THE AUTHOR

...view details