চেন্নাই, 25 অগস্ট : প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)-র বেসরকারি টেলিভিশন চ্য়ানেলের বিরুদ্ধে করা মানহানির মামলায় স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্ট (Madras HC) ৷ আইপিএল (IPL) ম্যাচ ফিক্সিং নিয়ে 2014 সালে ওই বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে একশো কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেন ধোনি ৷ মামলার অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য দু’সপ্তাহের জন্য সেটিতে স্থগিতাদেশ জারি করা হয়েছে ৷ আইপিএল ম্যাচ ফিক্সিং ঘটনায় এক আইপিএস আধিকারিক জি সোমনাথ কুমারকে সাসপেন্ড করেছিল তামিলনাড়ু পুলিশ ৷ ওই আইপিএস অফিসার আইপিএল ম্যাচ ফিক্সিংয়ের তদন্তের দায়িত্বে ছিলেন ৷ যেখানে তিনি ওই টেলিভিশন চ্যানেলে এক বিতর্ক সভায় অংশ নিয়ে বলেছিলেন, ‘‘প্রাক্তন ভারত অধিনায়ক ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় জড়িত রয়েছেন ৷’’
সেই মন্তব্যের পরেই ওই টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা করেন ধোনি ৷ যেখানে তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ আনায় 100 কোটি টাকার দাবি করে মানহানির মামলা করে তিনি ৷ সেই মামলায় ওই বেসরকারি টেলিভিশন চ্যানেল আদালতে জানিয়েছে, ‘‘রাজস্থান রয়্যালস দলের সঙ্গে চেন্নাই সুপার কিংগসও ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিল ৷ যেখানে মধ্যস্থতাকারী কিট্টি সাক্ষ্য দিয়েছিল যে, ধোনিও ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন ৷’’
আরও পড়ুন : Eng vs Ind : তৃতীয় টেস্টের আগে ভারতের চিন্তায় কোহলির ফর্ম