পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL Match Fixing : বেসরকারি চ্যানেলের বিরুদ্ধে ধোনির মানহানির মামলায় স্থগিতাদেশ মাদ্রাজ হাইকোর্টের

2014 সালে এম এস ধোনির করা 100 কোটি টাকার একটি মানহানির মামলায় স্থগিতাদেশ জারি করল মাদ্রাজ হাইকোর্ট ৷ এক বেসরকারি চ্যানেলের বিরুদ্ধে ধোনি ওই মানহানির মামলা করেন ৷ অভিযোগ ওই চ্যানেলের আয়োজিত এক বিতর্কসভায় ম্যাচ ফিক্সিং তদন্তের এক পুলিশ আধিকারিক ধোনির বিরুদ্ধে জুয়ায় জড়িত থাকার অভিযোগ করেছিলেন ৷

ms-dhonis-rs-100-cr-defamation-case-adjourned-by-madras-hc
বেসরকারি চ্যানেলের বিরুদ্ধে ধোনির করা মানহানির মামলায় স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্ট

By

Published : Aug 25, 2021, 1:22 PM IST

চেন্নাই, 25 অগস্ট : প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)-র বেসরকারি টেলিভিশন চ্য়ানেলের বিরুদ্ধে করা মানহানির মামলায় স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্ট (Madras HC) ৷ আইপিএল (IPL) ম্যাচ ফিক্সিং নিয়ে 2014 সালে ওই বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে একশো কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেন ধোনি ৷ মামলার অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য দু’সপ্তাহের জন্য সেটিতে স্থগিতাদেশ জারি করা হয়েছে ৷ আইপিএল ম্যাচ ফিক্সিং ঘটনায় এক আইপিএস আধিকারিক জি সোমনাথ কুমারকে সাসপেন্ড করেছিল তামিলনাড়ু পুলিশ ৷ ওই আইপিএস অফিসার আইপিএল ম্যাচ ফিক্সিংয়ের তদন্তের দায়িত্বে ছিলেন ৷ যেখানে তিনি ওই টেলিভিশন চ্যানেলে এক বিতর্ক সভায় অংশ নিয়ে বলেছিলেন, ‘‘প্রাক্তন ভারত অধিনায়ক ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় জড়িত রয়েছেন ৷’’

সেই মন্তব্যের পরেই ওই টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা করেন ধোনি ৷ যেখানে তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ আনায় 100 কোটি টাকার দাবি করে মানহানির মামলা করে তিনি ৷ সেই মামলায় ওই বেসরকারি টেলিভিশন চ্যানেল আদালতে জানিয়েছে, ‘‘রাজস্থান রয়্যালস দলের সঙ্গে চেন্নাই সুপার কিংগসও ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিল ৷ যেখানে মধ্যস্থতাকারী কিট্টি সাক্ষ্য দিয়েছিল যে, ধোনিও ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন ৷’’

আরও পড়ুন : Eng vs Ind : তৃতীয় টেস্টের আগে ভারতের চিন্তায় কোহলির ফর্ম

মাদ্রাজ হাইকোর্ট ওই টিভি চ্যানেলের তরফে আরও বলা হয়েছে, ‘‘এমনও অভিযোগ উঠেছে সিবিসিআইডি (ক্রাইম ব্রাঞ্চ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) ধোনিকে বাঁচাতে কিট্টির জবানবন্দি গোপন করেছে ৷ ধোনি ক্রিকেটের সর্বেসর্বা নন এবং সুপ্রিম কোর্টও সম্প্রতি জানিয়েছে যে, ক্রিকেট জুয়ার আসরে পরিণত হয়েছে ৷’’ আদালতে তারা আরও জানিয়েছে যে, ধোনির সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের ব্যক্তিগত কোনও শত্রুতা নেই এবং ক্রিকেটে জুয়ার ঘটনা যে বেড়ে চলেছে, তাকে সবার সামনে তুলে ধরার জন্য ওই বিতর্কসভা আয়োজন করা হয়েছিল ৷

আরও পড়ুন :Eng vs Ind : 1971 সালে ইংল্যান্ডে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ভারতের মনোবল বাড়িয়েছিল : রবি শাস্ত্রী

টেলিভিশন চ্যানেলের বক্তব্য শোনার পর মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন সেশাই বলেন, ‘‘ব্যক্তি স্বার্থের সঙ্গে আপস না করে মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে ৷’’ এর পরেই বিচারপতি মামলার অভিযোগগুলি ব্যাখ্যা করে দেখার জন্য দু’সপ্তাহের জন্য শুনানিতে স্থগিতাদেশ জারি করেন ৷

ABOUT THE AUTHOR

...view details