হায়দরাবাদ, 16 জানুয়ারি : মারা গেলেন ক্রুণাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়ার বাবা ৷ শনিবার পরিবারের থেকে এই খবর পেতেই সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য় তৈরি বায়ো সিকিউর বাবল ভেঙে বেরিয়ে এলেন ক্রুণাল ৷ বরোদা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সিইও জানিয়েছেন, ‘‘হ্য়াঁ, ক্রুণাল পান্ডিয়া বাবল ছেড়ে বেরিয়ে গিয়েছেন ৷ তাঁর ব্য়ক্তিগত একটা ক্ষতি হয়েছেন ৷ হার্দিক ও ক্রুণালের এই ক্ষতির জন্য় বরোদা ক্রিকেট অ্য়াসোসিয়েশন তাঁদের সমবেদনা জানায় ৷’’
ভারতের ঘরোয়া টি-20 লিগ সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার জন্য় বায়ো সিকিউর বাবলের মধ্য়ে ছিলেন বরোদার অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া ৷ তবে, আজ সকালে বাবার মৃত্য়ুর খবর পেতেই ম্য়ানেজমেন্টের সঙ্গে কথা বলে বায়ো বাবল ছেড়ে বেরিয়ে যান ক্রুণাল ৷ মুস্তাক আলি ট্রফিতে এখনও পর্যন্ত বরোদার হয়ে মোট 3টি ম্য়াচ খেলেছেন ক্রুণাল ৷ যেখানে মোট 4 উইকেট নিয়েছেন তিনি ৷ এমনকী উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে 76 রান করেন বরোদার অধিনায়ক ৷