আবুধাবি, 15 জানুয়ারি : সাদা বলের ক্রিকেটে ভারত অধিনায়ক বিরাট কোহলি বর্তমানের সেরা ব্য়াটসম্য়ান ৷ এমনটাই মনে করেন কোহলির রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালোরের সতীর্থ তথা শ্রীলঙ্কান মিডিয়াম পেসার ইসরু উডানা ৷ তিনি বলেন, ‘‘সাদা বলের ক্রিকেটে সেরা ব্য়াটসম্য়ান বিরাট কোহলি, সেরা বোলার বাছার ক্ষেত্রে সেরা মিচেল স্টার্ক এবং সেরা অলরাউন্ডার বাছবো রবীন্দ্র জাদেজাকে ৷’’ শ্রীলঙ্কান এই বোলার বর্তমানে বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি-10 লিগে খেলার প্রস্তুতি নিচ্ছেন ৷ 28 জানুয়ারি আবুধাবি দলের বিরুদ্ধে মাঠে নামবে বাংলা টাইগার্স ৷
এই টুর্নামেন্টে তাঁদের প্রথম ম্য়াচের প্রতিপক্ষ আবুধাবি দলে রয়েছেন ক্রিস গেইল ৷ তাঁর বিরুদ্ধে খুব সাবধানে পরিকল্পনা করে মাঠে নামতে হবে বলে মনে করেন উডানা ৷ এনিয়ে তিনি বলেন, ‘‘যখনই আপনি ‘ইউনিভার্স বসে’র বিরুদ্ধে নামবেন, তখন আপনাকে সব পরিকল্পনা নিখুঁতভাবে পালন করতে হবে ৷ আমি নিজের পরিকল্পনা নিয়েই চিন্তাভাবনা করছি ৷ আর সেটাকেই সফলভাবে প্রয়োগ করতে চাই ৷’’