দুবাই, 17 অক্টোবর : ভারতের টি-20 বিশ্বকাপ জেতার জন্য বিরাট কোহলির নেতৃত্বাধীন দলে সবাই যোগ্য এবং প্রতিভাবান ক্রিকেটার ৷ শুধু ট্রফি জিততে হলে সবাইকে একটু পরিপক্কতা দেখাতে হবে ৷ এমনটাই জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রসঙ্গত, 24 অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল ৷ তার আগে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন বিসিসিআই সভাপতি ৷
প্রসঙ্গত, সৌরভকে প্রশ্ন করা হয়, ভারতকে টি-20 বিশ্বকাপ জেতার জন্য কী করতে হবে ? যার জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সহজে কখনই চ্যাম্পিয়ন হওয়া যায় না ৷ এমনকি টুর্নামেন্টে অংশ নিলেই জয়ী হওয়া যায় না ৷ তাই তাঁদের নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে ৷ সেই সঙ্গে পরিপক্কতা দেখাতে হবে ৷ তাঁদের সকলের মধ্যেই প্রতিভা রয়েছে ৷ তাঁদের সবার মধ্যে শীর্ষ স্তরে রান করা এবং উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে ৷ বিশ্বকাপ জিততে তাঁদের মানসিকভাবে সঠিক অবস্থায় থাকতে হবে ৷’’
আরও পড়ুন : Virat Kohli : শাস্ত্রীর উত্তরসূরী দ্রাবিড়, বিরাট বললেন "নো আইডিয়া"