পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লঙ্কা প্রিমিয়ার লিগে ভারত থেকে কারা সুযোগ পেলেন?

কলম্বো কিংস, ক্য়ান্ডি টাস্কার্স, গল গ্ল্যাডিয়েটরস, ডাম্বুলা হকস ও জাফনা স্ট্যালিয়ন্সকে নিয়ে শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (LPL)৷ 21 নভেম্বর থেকে শুরু হয়ে 13 ডিসেম্বর অবধি চলবে৷ ভারত থেকে সুযোগ পেলেন দুই ক্রিকেটার৷ গেইল, ডু প্লেসি, রাসেল, আফ্রিদি, মালিঙ্গারা খেলবেন এই T20 লিগে৷

gony_and_bisla_to_feature_in_lpl
লঙ্কা প্রিমিয়ার লিগে ভারত থেকে কারা সুযোগ পেলেন?

By

Published : Oct 20, 2020, 4:01 PM IST

কলম্বো, 20 অক্টোবর : IPL-এর ধাঁচে পাকিস্তান, বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কাতেও শুরু হচ্ছে T20 লিগ৷ আগামী মাসেই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ (LPL)৷ প্রথম বছর পাঁচটি দল নিয়ে LPL শুরু হচ্ছে৷ দলগুলির নাম কলম্বো কিংস, ক্য়ান্ডি টাস্কার্স, গল গ্ল্যাডিয়েটরস, ডাম্বুলা হকস ও জাফনা স্ট্যালিয়ন্স৷

কলম্বো কিংসে ভারত থেকে সুযোগ পেয়েছেন দুই ক্রিকেটার, মনপ্রীত গোনি ও মনবিন্দর বিসলা৷ জাতীয় দলের হয়ে তেমন সুবিধা করতে না পারলেও এই দুই ক্রিকেটারই আইপিএলে অনেক ম্যাচ খেলেছেন৷ চেন্নাই সুপার কিংস, গুজরাত লায়ন্স, ডেকান চার্জার্স, কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে মোট 44টি আইপিএল ম্যাচ খেলেছেন গোনি ৷ জাতীয় দলের হয়ে এই মিডিয়াম পেসার দুটি ওয়ান ডে খেলেছেন, বাংলাদেশ ও হংকংয়ের বিরুদ্ধে৷ কলকাতা নাইট রাইডার্স ছাড়াও বিসলা আইপিএল খেলেছেন ডেকান চার্জার্স, কিংস ইলেভেন পঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে৷ বিসলা 35টি আইপিএল ম্যাচ খেলে রান করেছেন 798৷ গোনি, বিসলা সঙ্গী হবেন অ্যাঞ্জেলো ম্যাথুজ়, ফাফ ডু প্লেসি, আন্দ্রে রাসেলদের৷ কলম্বো কিংসের কোচ ডাভ হোয়াটমোর৷

ক্যান্ডি টাস্কার্সে খেলতে দেখা যাবে ক্রিস গেইল, লিয়াম প্লাঙ্কেট, কুশল জেনিথদের৷ এই দলের কোচ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক হাসান তিলকরত্নে৷ গল গ্ল্যাডিয়েটরসে লসিথ মালিঙ্গার সঙ্গী হবেন শাহিদ আফ্রিদি, কলিন ইনগ্রামরা৷ এই দলের কোচ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মইন খান ৷ ডেভিড মিলার, কার্লোস ব্রাথওয়েটদের সঙ্গে ডাম্বুলা হকসের লোকাল আইকন দাসুন সানাকা৷ জাফনা স্ট্যালিয়ন্সের হয়ে খেলতে দেখা যাবে থিসারা পেরেরা, ডেভিড মালানদের ৷

21 নভেম্বর থেকে শুরু হয়ে 13 ডিসেম্বর অবধি চলবে লঙ্কা প্রিমিয়ার লিগ৷ মোট 23টি ম্যাচ, খেলাগুলি হবে ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং হামবানটোটার মাহিন্দা রাজাপাক্ষে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৷

ABOUT THE AUTHOR

...view details