দুবাই, 29 অক্টোবর :ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অনুরকণ করলেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ তবে, সেটা খেলার মাঠে নয় ৷ সাংবাদিক বৈঠকে গিয়ে রোনাল্ডোর মতোই কোকাকোলা সংস্থার ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে দিলেন তিনি ৷ আর সেটা করতে দেখেই তাঁকে বাধা দিতে ছুটে আসেন আইসিসি টিভি’র এক কর্মী ৷ তবে, পুরো বিষয়টিই মজার ছলে করেছেন বাঁ হাতি অজি ওপেনার ৷ সেটা তিনি আইসিসি’র ওই কর্মীকে জানিয়েও দেন ৷ পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘‘রোনাল্ডোর ক্ষেত্রে যদি বিষয়টি ঠিক হতে পারে ৷ তবে, এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য ৷’’
আইসিসি টি-20 বিশ্বকাপে সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া ৷ গতকালের সেই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ওভার বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জেতে অজিরা ৷ যেখানে 42 বলে 65 রান করেন ডেভিড ৷ দীর্ঘদিন ব্যাটহাতে ছন্দে ছিলেন না অজি ওপেনার ৷ গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে রানে ফেরায় তাঁকেই সাংবাদিক বৈঠকে পাঠায় অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট ৷ সেখানে সাংবাদিক বৈঠকে গিয়ে, চেয়ারে বসামাত্র বিজ্ঞাপনী প্রচারের জন্য রাখা কোকাকোলা সংস্থার পানীয়ের দু’টি বোতল তুলে টেবিলের নিচে লুকিয়ে দেন ওয়ার্নার ৷ যা দেখে ছুটে আসেন আইসিসি’র এক প্রতিনিধি ৷