রাজকোট, 8 জানুয়ারি: রাজকোটের মাঠে শ্রীলঙ্কাকে একপেশে হারিয়ে তিন ম্যাচের টি-20 সিরিজ 2-1 জিতেছে ভারত ৷ ক্রিকেট নিয়ে অল্পবিস্তর খোঁজ খবর রাখেন যাঁরা, তাঁরা সকলেই এই খবর জানেন ৷ কিন্তু, এই জয়ের পিছনে মূল কান্ডারি সূর্যকুমার যাদবের ইনিংস ! যা বর্তমান ক্রিকেট বিশ্বে কেউ খেলতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে (Suryakumar Yadav Unique Sixes) ৷ অতীতে দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স ছিলেন ৷ আর এখন ‘স্কাই’ ৷ তাঁর 51 বলে 112 রানের অপরাজিত ইনিংস দেখে হতবাক ক্রিকেট বিশ্ব (Cricket World are Praising After 3rd T20I Century) ৷ যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷
সূর্যকুমার যাদবের ইনিংস নিয়ে টুইটে নিজেদের সেই অভিব্যক্তি প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞ সকলেই ৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা এনসিএ চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ টুইটে লেখেন, ‘‘চূড়ান্ত ম্যাচে ভারতের অসাধারণ জয় ৷ আর সেখানে সূর্যকুমার যাদব আবারও চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করল ৷ ইতিমধ্যে তৃতীয় টি-20 শতরান, অসাধারণ ! আরশদীপকে কুর্নিশ গত ম্যাচের পর অসাধারণভাবে ফিরে আসার জন্য ৷ আর অক্ষর ব্যাটে ও বলে আবার নিজের গুরুত্ব বোঝাল ৷’’
ক্রিকেট বিশেষজ্ঞ, ধারাভাষ্যকার এবং কলমনিস্ট হর্ষ ভোগলে সূর্যকুমারের ইনিংস নিয়ে লেখেন, ‘‘আমি খুব ভাগ্যবান যে কিছু দুর্দান্ত খেলোয়াড়কে তাঁদের ক্ষমতার উচ্চতায় দেখেছি ৷ গত কয়েক বছরে সর্যকুমার যাদবকে দেখার পর, নিশ্চিন্তে সেই তালিকায় রাখতে পারি ৷’’