বার্বেডোজ, 28 জুলাই: ভারতীয় দলে জার্সি বিভ্রাট ! না জার্সি বিভ্রাট ঠিক নয় ৷ জার্সির মাপ বিভ্রাট ৷ একাধিক ক্রিকেটারের ম্যাচ জার্সি মাপের চেয়ে ছোট এসেছে বলে জানা গিয়েছে ৷ আর সেই তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব ৷ যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনালে প্রথম এগারোর সদস্য ছিলেন ৷ ওয়ান ডে জার্সি পরে ফটোশুটের দিন বিষয়টি লজিস্টিকস ম্যানেজারকে জানান ভারতের মিডল-অর্ডার ব্যাটার ৷ তাই ম্যাচের দিন বাধ্য হয়ে সতীর্থ সঞ্জু স্যামসনের জার্সি পরে মাঠে নামতে হয়েছে স্কাইকে ৷
তবে, প্রথম ওয়ান ডে বলে নয় ৷ শনিবার দ্বিতীয় ওয়ান ডে-তে প্রথম একাদশে থাকলে, সেখানেও সঞ্জু বা অন্য কারও জার্সি পরে মাঠে নামতে হবে সূর্যকুমার যাদবকে ৷ কারণ ওয়েস্ট ইন্ডিজে সূর্যকুমারের মাপের জার্সি পৌঁছবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের পর ৷ বিসিসিআই সূত্রে খবর, সূর্যকুমার যাদবের জার্সির মাপ ‘লার্জ’ ৷ কিন্তু, তাঁর জন্য জার্সি প্রস্তুতকারী সংস্থা ‘মিডিয়াম’ সাইজের জার্সি পাঠিয়েছে ৷ ফলে সেটি তাঁর গায়ে ছোট হচ্ছে ৷ এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসনের জার্সির মাপ সূর্যর গায়ে ফিট হয়েছে ৷ যেহেতু স্যামসন প্রথম ওয়ান ডে-তে খেলেননি, তাই তাঁর জার্সি পরেন সূর্য ৷