গায়না, 9 অগস্ট: অবশেষে জয়ের সরণিতে ফিরল ভারত। পাঁচ ম্যাচের টি-20 সিরিজের প্রথম দুটিতে হেরে চাপে পড়েছিল হার্দিক পান্ডিয়ার দল। সেখান থেকে তৃতীয় ম্যাচে 7 উইকেটে জয় পেয়ে কিছুটা স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। ওপেনারদের ব্যর্থতার দিনে সূর্যকুমার যাদবের চওড়া ব্যাটের সৌজন্যেই এল বহু কাঙ্ঘিত জয়। 44 বলে 83 রান করলেন এই ভারতীয় ব্যাটার। সিরিজে 2-1 ফলে পিছিয়ে থেকেই শেষ দুটি ম্যাচ খেলতে নামবে ভারত।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 159 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক রোভম্যান পাওয়েল এবং ওপেনার ব্র্যান্ডন কিং ক্যারিবিয়ানদের ব্যাটিংকে ভরসা দেন। দলের হয়ে সর্বাধিক রান 42 করেন ব্র্যান্ডন। পাশাপাশি অধিনায়কের ব্যাট থেকে আসে 19 বলের 40 রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে আবারও শুরুটা ভালো হল না ভারতের। শুভমন গিলের সঙ্গে ওপেন করতে যাওয়া যশস্বী জয়সয়ালও ব্যর্থ হলেন। ফিরলেন মাত্র 1 রান করেই। শুভমনের ব্যাট থেকে এল 6 রান। ক্যারিবিয়ান সফর মোটেই ভাল যাচ্ছে না শুভমনের। টেস্ট সিরিজ থেকে তাঁর ব্যাটে রান আসছে না। চলতি সফরে নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা যশস্বী শতরান করেন। তারপর এদিন দেশের হয়ে প্রথম টি-20 ম্যাচ খেললেন তিনি। তবে এবার আর টেস্ট ম্যাচের মতো কথা বলল না তাঁর ব্যাট।