পশ্চিমবঙ্গ

west bengal

India Beat West Indies: উজ্জ্বল সূর্য-তিলক! 7 উইকেটে ক্যারিবিয়ান 'বধ' ভারতের

By

Published : Aug 9, 2023, 7:07 AM IST

Updated : Aug 9, 2023, 11:47 AM IST

অবশেষে তৃতীয় টি-20 ম্যাচে জয় পেল ভারত। সিরিজের প্রথম দুটি ম্যাচে সিরিজে চাপে পড়েছিল ভারত। সেদিক থেকে এই জয় কিছুটা হলেও স্বস্তি দেবে ভারতীয় শিবিরকে।

Etv Bharat
Etv Bharat

গায়না, 9 অগস্ট: অবশেষে জয়ের সরণিতে ফিরল ভারত। পাঁচ ম্যাচের টি-20 সিরিজের প্রথম দুটিতে হেরে চাপে পড়েছিল হার্দিক পান্ডিয়ার দল। সেখান থেকে তৃতীয় ম্যাচে 7 উইকেটে জয় পেয়ে কিছুটা স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। ওপেনারদের ব্যর্থতার দিনে সূর্যকুমার যাদবের চওড়া ব্যাটের সৌজন্যেই এল বহু কাঙ্ঘিত জয়। 44 বলে 83 রান করলেন এই ভারতীয় ব্যাটার। সিরিজে 2-1 ফলে পিছিয়ে থেকেই শেষ দুটি ম্যাচ খেলতে নামবে ভারত।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 159 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক রোভম্যান পাওয়েল এবং ওপেনার ব্র্যান্ডন কিং ক্যারিবিয়ানদের ব্যাটিংকে ভরসা দেন। দলের হয়ে সর্বাধিক রান 42 করেন ব্র্যান্ডন। পাশাপাশি অধিনায়কের ব্যাট থেকে আসে 19 বলের 40 রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে আবারও শুরুটা ভালো হল না ভারতের। শুভমন গিলের সঙ্গে ওপেন করতে যাওয়া যশস্বী জয়সয়ালও ব্যর্থ হলেন। ফিরলেন মাত্র 1 রান করেই। শুভমনের ব্যাট থেকে এল 6 রান। ক্যারিবিয়ান সফর মোটেই ভাল যাচ্ছে না শুভমনের। টেস্ট সিরিজ থেকে তাঁর ব্যাটে রান আসছে না। চলতি সফরে নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা যশস্বী শতরান করেন। তারপর এদিন দেশের হয়ে প্রথম টি-20 ম্যাচ খেললেন তিনি। তবে এবার আর টেস্ট ম্যাচের মতো কথা বলল না তাঁর ব্যাট।

আরও পড়ুন:স্নেহাশিসের ফোনে গলল বরফ, অবসর ভেঙে ফের বাইশ গজে ফিরছেন মনোজ

দুই ওপেনার ব্যর্থ হলেও জ্বলে উঠল তিন নম্বরে ব্যাট করতে আসা সূর্যকুমারের ব্যাট। যোগ্য সঙ্গত দিলেন তরুণ ব্যাটার তিলক বর্মা। 10টি চার এবং 4টি ছয়ের সাহায্যে 44 বলে 83 রান করলেন সূর্যকুমার। তিলকের 49 রানে অপারজিত থাকেন। ম্যাচ শেষে হারের কারণ ব্যাখা করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জানান, উইকেট থেকে ব্যাটাররা ভালোই সাহায্য পাচ্ছিলেন। তাঁদের শুরুটাও খারাপ হয়নি। কিন্তু পরের দিকে সেভাবে রান আসেনি। সবমিলিয়ে প্রয়োজনের থেকে 10-15 রান কম করাতেই হারতে হয়েছে। পাশাপাশি, সিরিজের শেষ দুটি ম্যাচে তাঁরা ঘুরে দাঁডাবেন বলেই আশা করেন ক্যারিবিয়ান অধিনায়ক।

Last Updated : Aug 9, 2023, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details