রাজকোট, 7 জানুয়ারি:শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে ভারত ৷ সৌজন্যে সূর্যকুমার যাদব ৷ রাজকোটে শনিবার সিরিজের নির্ণায়ক ম্য়াচে মারকাটারি শতরান এল তাঁর ব্যাটে (Suryakumar Yadav hits third ton in T20I) ৷ 45 বলে তৃতীয়বার টি-20 তিন অঙ্কের রান ছুঁলেন তিনি ৷ যা সংক্ষিপ্ত ফরম্যাটে সপ্তম দ্রুততম হলেও ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম ৷ দ্রুততম 35 বলে শতরানটি ছ'বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এসেছিল আরেক মুম্বইকর রোহিত শর্মার ব্যাটে ৷ মাত্র 51 বলে সূর্যর ধুন্ধুমার 112 রানের অপরাজিত ইনিংসে সিরিজ ডিসাইডারে দ্বীপরাষ্ট্রকে 229 রানের লক্ষ্যমাত্রা দিল টিম ইন্ডিয়া (SL need 229 runs to win the series) ৷
টস জিতে এদিন প্রথমে ব্য়াট করে প্রতিপক্ষের ঘাড়ে রানে বোঝা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া ৷ কিন্তু শুরুতে মাত্র এক রানে ডাগ-আউটে ফিরে অধিনায়কের পরিকল্পনায় জোরালো ধাক্কা দেন ঈশান কিষাণ ৷ কিন্তু দ্বিতীয় উইকেটে হাল ধরে বড় রানের ভিত তৈরি করে শুভমান গিল-রাহুল ত্রিপাঠী জুটি ৷ অভিষেক ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্য়াচে 16 বলে 35 রানের সময়োপযোগী ইনিংস আসে ত্রিপাঠীর ব্যাটে ৷ এরপর তৃতীয় উইকেটে দলের বড় রানের ইমারৎ গড়ে দেয় শুভমন-সূর্যকুমার ৷