পুনে, 6 এপ্রিল : চোটের কারণে প্রথম দু'ম্যাচে খেলতে পারেননি ৷ নাইটদের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, তা নিয়েও চলছিল জল্পনা ৷ সব জল্পনা উড়িয়ে বুধবার পুনেয় চলতি আইপিএলের প্রথম ম্যাচটি খেললেন সূর্যকুমার যাদব ৷ একইসঙ্গে বোঝালেন মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপে তাঁর প্রয়োজনীয়তা ৷ মূলত সূর্যের ছটাতেই প্রাথমিক ধাক্কা সামলে নাইটদের বিরুদ্ধে উজ্জ্বল মুম্বই ইন্ডিয়ান্স ৷ চলতি আইপিএলে আবির্ভাবেই অর্ধশতরান হাঁকালেন সূর্য ৷ নাইটদের সামনে 162 রানের লক্ষ্যমাত্রা রাখল পাঁচবারের চ্যাম্পিয়নরা (Suryakumar Yadav hits half century as MI set 162 runs target for KKR) ৷
সূর্যকে যোগ্য সঙ্গত তরুণ তিলক বর্মার ৷ শেষদিকে দুরন্ত ক্যামিও অভিজ্ঞ কায়রন পোলার্ডের ৷ সবমিলিয়ে 11 ওভারে 55 রানে তিন উইকেট হারানো মুম্বই প্রত্যাবর্তন করল দারুণভাবে ৷ পুনেতে দু'দলের ত্রিশতম সাক্ষাতে এদিন টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ নাইট একাদশে আসেন প্য়াট কামিন্স ৷ অভিষেক হয় কাশ্মীরের প্রতিশ্রুতিমান পেসার রশিক দারের ৷ মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে আবার ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা ৷ ব্যক্তিগত দ্বিতীয় ওভারে মুম্বই অধিনায়ককে ফেরান উমেশ যাদব ৷ রোহিতের সংগ্রহে 12 বলে মাত্র 3 রান ৷