দুবাই, 19 এপ্রিল: টি-20 আন্তর্জাতিকে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে 1 নম্বর জায়গা ধরে রাখলেন সূর্যকুমার যাদব ৷ বুধবার আইসিসি মার্চ মাসের ব়্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করে ৷ সেখানে ভারতের মিডল-অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব 906 পয়েন্ট নিয়ে নিজের জায়গা ধরে রেখেছেন ৷ দু’নম্বরে রয়েছেন পাকিস্তানের উইকেট-কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান ৷ তবে, রিজওয়ান সূর্যকুমার যাদবের থেকে 108 পয়েন্টে পিছিয়ে রয়েছেন ৷ তাঁর মোট পয়েন্ট 798 ৷ এই তালিকায় সূর্যকুমার যাদব একমাত্র ভারতীয় ব্যাটার ৷ 2022 সাল থেকে তিনি এই 1 নম্বর জায়গা ধরে রেখেছেন ৷
এ বছরের শুরুতে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে নিজের সেরা ফর্ম ধরে রেখেছিলেন সূর্যকুমার যাদব ৷ কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি-20 সিরিজের সবক’টিতে শূন্যতে আউট হন সূর্য ৷ তাও আবার প্রথম বলে ৷ যা টি-20 আন্তর্জাতিকের ইতিহাসে প্রথমবার ঘটেছে ৷ আইসিসি টি-20 ব়্যাঙ্কিংয়ে সূর্যকুমারের পর ভারতীয় ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি 15 নম্বরে রয়েছেন ৷
আরও পড়ুন: 'অবশেষে একজন তেন্ডুলকর আইপিএল-এ উইকেট পেল', ছেলের সাফল্যে খুশি বাবা সচিন