পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'50 ওভারের ক্রিকেটে ব্যাটিং সম্পর্কে কোনও ধারণা নেই সূর্যের', মত নাসেরের - Surya Clueless in ODIs

Suryakumar Yadav a Bit Clueless in ODIs: ওয়ান-ডে ক্রিকেটে কী করতে হবে, তার কোনও ধারণাই নেই সূর্যকুমার যাদবের ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন ৷ তবে, টি-20 ফরম্যাটে তাঁর থেকে সেরা ব্যাটার এই মুহূর্তে কেউ নেই বলে মত নাসেরের ৷

ETV File Image and BCCI X
ETV File Image and BCCI X

By PTI

Published : Jan 3, 2024, 12:30 PM IST

দুবাই, 3 জানুয়ারি: 50 ওভারের ক্রিকেট সম্পর্কে ধারণার অভাব রয়েছে সূর্যকুমার যাদবের ৷ আর সেই কারণেই তিনি এই ফরম্যাটে সফল নন ৷ কিন্তু, টি-20 ক্রিকেট ভারতের তারকা এই ক্রিকেটার 'পাগল' বলে মন্তব্য করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন ৷ 2021 সালে টি-20 আন্তর্জাতিকে অভিষেকের পর দ্রুত এই ফরম্যাটে নিজের মাটি শক্ত করে ফেলেছেন সূর্য ৷ তা তাঁর পরিসংখ্যান এবং আইসিসি ব়্যাংকিং দেখলেই স্পষ্ট হয়ে যায় ৷ 2022 সালে আইসিসি টি-20 ব়্যাংকিংয়ে 1 নম্বর ব্যাটার হন তিনি ৷ সেই জায়গাটা এখনও ধরে রেখেছেন স্কাই ৷

সবচেয়ে কম ম্যাচে 2 হাজার টি-20 আন্তর্জাতিক রান, চারটি সেঞ্চুরি ও 17টি হাফ সেঞ্চুরি করেছেন সূর্যকুমার ৷ কিন্তু, পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখন নিজের কোনও ছাপ ফেলতে পারেননি সূর্যকুমার ৷ এমনকি ওয়ান-ডে অভিষেকের সিরিজে তাঁর প্রথম তিন ম্যাচে গোল্ডেন ডাক অর্থাৎ, প্রথম বলেই আউট হয়েছিলেন ৷ আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে নাসের বলেন, "টি-20 ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের নজরে থাকা ব্যক্তি হলেন সূর্যকুমার যাদব ৷ আমার কথার অর্থ হল, এখানে ও 'পাগল' ৷ যেখানে মিস্টার 360-র ছোঁয়া রয়েছে ৷ বিশেষত, এমন কিছু শট খেলে ও, যা ভাবা যায় না ৷"

এর পরেই সূর্যর ওয়ান-ডে রেকর্ডের বিষয়টি তুলে ধরেন ইংল্যান্ডের 2003 বিশ্বকাপের অধিনায়ক ৷ তিনি বলেন, "কিন্তু, পঞ্চাশ ওভারের ক্রিকেটে যখন নামে, তখন ওকে কেউ চিনতে পারে না ৷ ওকে খুঁজে পাওয়া যায় না ৷ ওর ব্যাট চলে না ৷ কিন্তু, সেখানেই টি-20 ফরম্যাটে প্রতিটি বলে কী করতে হবে ? অধিকাংশ সময়ে ওর ধারণা স্পষ্ট থাকে ৷ এটা ওর কাছে মজার বিষয় ৷ তাই টি-20 ক্রিকেটে স্কাইকে দেখাটা খুবই আনন্দের ৷"

উল্লেখ্য, আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে টি-20 বিশ্বকাপের আয়োজন করবে ৷ কিন্তু, সেখানে দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট দল হিসেবে দেখছেন নাসের ৷ তাঁর মতে, "আমি আসলে এটা (টি-20 বিশ্বকাপ) নিয়ে খুব বেশি এই মুহূর্তে ভাবছি না ৷ কিন্তু, এবার আমি দক্ষিণ আফ্রিকার সঙ্গে যাব ৷ ইংল্যান্ড গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে পারে ৷ কিন্তু, এই মুহূর্তে একেবারেই ভালো খেলছে না ৷ যেহেতু এটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, তাই ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই প্রতিযোগিতায় থাকবে ৷ তার পরেই পাকিস্তান রয়েছে ৷ তাই আমি এই সব দলগুলিকে বাছতে পারব কি একসঙ্গে ?" প্রশ্ন নাসেরের ৷

আরও পড়ুন:

  1. কেপটাউনে প্রোটিয়াদের সামনে লিটমাস 'টেস্ট' ভারতের
  2. পর্যাপ্ত প্রমাণের অভাবে বন্ধ আইপিএল বেটিং মামলার ফাইল!
  3. বিদায়ী টেস্টে মাঠে নামার আগেই চুরি গেল ব্যাগি গ্রিন, হতাশ ওয়ার্নার

ABOUT THE AUTHOR

...view details