নয়াদিল্লি, 17 অক্টোবর : অধিনায়ক হিসেবে বিদায়বেলায় অন্তত একটি ট্রফিজয় প্রাপ্য বিরাট কোহলির ৷ তাই মাঠে নেমে বিরাটের জন্যই কাপ জিতে এসো ৷ বিশ্বকাপ শুরুর আগে ঠিক এই ভাষাতেই ভারতীয় ক্রিকেটারদের তাতালেন জাতীয় দলের প্রাক্তন তারকা সুরেশ রায়না ৷
আইসিসি'র একটি কলামে কোহলির নেতৃত্বে শেষবার টি-20 বিশ্বকাপে ভারতের অভিযান প্রসঙ্গে রায়না লেখেন, "টি-20 বিশ্বকাপে সম্ভবত শেষবার অধিনায়ক হিসেবে মাঠে নামছে কোহলি ৷ তাই সকলের সামনে নিজেদের প্রমাণ করার বাড়তি তাগিদ থাকবে ওঁর কাছে ৷ আর আমাদের উচিত ওঁকে ভরসা দেওয়া ৷"
ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে রায়না জানিয়েছেন, ভারতীয় সমর্থকেরা বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ৷ বিশ্বকাপ জেতার জন্য ক্রিকেটারের অভাব ভারতীয় দলে নেই ৷ দল দুর্দান্ত ছন্দেও রয়েছে ৷ মাঠে নেমে শুধু পরিকল্পনা সফল করতে হবে ৷