পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T-20 World Cup : কোহলির জন্য কাপ জেতো, 'বিরাট' বার্তা রায়নার - BCCI

ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে রায়না জানিয়েছেন, ভারতীয় সমর্থকেরা বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ৷ বিশ্বকাপ জেতার জন্য ক্রিকেটারের অভাব ভারতীয় দলে নেই ৷ দল দুর্দান্ত ছন্দেও রয়েছে ৷ মাঠে নেমে শুধু পরিকল্পনা সফল করতে হবে ৷

T-20 World Cup
কোহলির জন্য কাপ জেতো, 'বিরাট' বার্তা রায়নার

By

Published : Oct 17, 2021, 8:15 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর : অধিনায়ক হিসেবে বিদায়বেলায় অন্তত একটি ট্রফিজয় প্রাপ্য বিরাট কোহলির ৷ তাই মাঠে নেমে বিরাটের জন্যই কাপ জিতে এসো ৷ বিশ্বকাপ শুরুর আগে ঠিক এই ভাষাতেই ভারতীয় ক্রিকেটারদের তাতালেন জাতীয় দলের প্রাক্তন তারকা সুরেশ রায়না ৷

আইসিসি'র একটি কলামে কোহলির নেতৃত্বে শেষবার টি-20 বিশ্বকাপে ভারতের অভিযান প্রসঙ্গে রায়না লেখেন, "টি-20 বিশ্বকাপে সম্ভবত শেষবার অধিনায়ক হিসেবে মাঠে নামছে কোহলি ৷ তাই সকলের সামনে নিজেদের প্রমাণ করার বাড়তি তাগিদ থাকবে ওঁর কাছে ৷ আর আমাদের উচিত ওঁকে ভরসা দেওয়া ৷"

ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে রায়না জানিয়েছেন, ভারতীয় সমর্থকেরা বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ৷ বিশ্বকাপ জেতার জন্য ক্রিকেটারের অভাব ভারতীয় দলে নেই ৷ দল দুর্দান্ত ছন্দেও রয়েছে ৷ মাঠে নেমে শুধু পরিকল্পনা সফল করতে হবে ৷

আরও পড়ুন : দেখাতে হবে পরিপক্কতা, কোহলিদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার 'গুরুমন্ত্র' দিলেন সৌরভ

কোহলিরা যে বিশ্বকাপে ফেভারিট সেই সম্ভাবনায় সিলমোহর দিয়ে সিএসকে তারকা বলেন, "প্রত্যেক ভারতীয় ক্রিকেটারই আমিরশাহির মাটিতে সবেমাত্র আইপিএল খেলে উঠেছে ৷ এই আবহাওয়ায় আট-ন'টি ম্যাচ খেলে নেওয়া ভীষণই উল্লেখযোগ্য ৷ আর এই কারণেই অন্য়ান্য দলগুলোর চেয়ে ভারতের ট্রফি জয়ের সম্ভাবনা বেশি ৷"

একইসঙ্গে ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটিং চমকপ্রদ হলেও রোহিত, রাহুল এবং কোহলির হাতেই সবকিছু বলে মনে করছেন রায়না ৷ উল্লেখ্য, টি-20 বিশ্বকাপের পরেই সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরাট ৷

ABOUT THE AUTHOR

...view details