পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুর্ঘটনায় মৃত্যু বায়ুসেনার পাইলটের, শোকস্তব্ধ রায়না - বায়ুসেনার পাইলটের মৃত্য়ুতে শোকস্তব্ধ রায়না

বৃহস্পতিবার রাতে পঞ্জাবের মোগায় ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান ৷

suresh-raina
suresh-raina

By

Published : May 22, 2021, 9:09 AM IST

মুম্বই, 22 মে : রুটিন ট্রেনিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-21 ৷ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট অভিনব চৌধুরী ৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ৷

বৃহস্পতিবার রাতে পঞ্জাবের মোগায় ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান ৷ রুটিন ট্রেনিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী ৷ দুর্ঘটনাস্থল থেকে 2 কিমি দূরে তাঁর দেহ পাওয়া যায় ৷ বছরখানেক আগে বিয়ে হয়েছিল 28 বছরের অভিনবের ৷ তাঁর মৃত্যু এখনও মেনে নিতে পারছে না মিরাটের চৌধুরী পরিবার ৷ ভারতীয় বায়ুসেনার তরফে টুইটে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুর খবর জানানো হয় ৷

আরও পড়ুন : ঞ্জাবে ভেঙে পড়ল মিগ-21, মৃত্যু পাইলটের

এই কঠিন সময়ে অভিনবের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গতবছর জাতীয় দল থেকে অবসর নেওয়া সুরেশ রায়না ৷ তিনি লিখেছেন, "স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরির মৃত্যুতে গভীর শোক জানাই ৷ তাঁর পরিবারের জন্য এই ক্ষতি অসহনীয় ৷ অভিনবের আত্মার শান্তি কামনা করি ৷ ওর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷"

ABOUT THE AUTHOR

...view details