মুম্বই, 22 মে : রুটিন ট্রেনিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-21 ৷ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট অভিনব চৌধুরী ৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ৷
বৃহস্পতিবার রাতে পঞ্জাবের মোগায় ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-21 যুদ্ধবিমান ৷ রুটিন ট্রেনিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী ৷ দুর্ঘটনাস্থল থেকে 2 কিমি দূরে তাঁর দেহ পাওয়া যায় ৷ বছরখানেক আগে বিয়ে হয়েছিল 28 বছরের অভিনবের ৷ তাঁর মৃত্যু এখনও মেনে নিতে পারছে না মিরাটের চৌধুরী পরিবার ৷ ভারতীয় বায়ুসেনার তরফে টুইটে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুর খবর জানানো হয় ৷