পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Suresh Raina: জাতীয় দলের পর ক্রিকেটের বাকি ফরম্যাট থেকেও অবসর রায়নার - চেন্নাই সুপার কিংস

জাতীয় দলের পর এ বার ক্রিকেটের বাকি ফরম্যাট থেকেও অবসর সুরেশ রায়নার (Suresh Raina Announces His Retirement) ৷ এ দিন সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন তিনি ৷

Suresh Raina Announces His Retirement from All Forms of Cricket
Suresh Raina Announces His Retirement from All Forms of Cricket

By

Published : Sep 6, 2022, 3:37 PM IST

মুম্বই, 6 সেপ্টেম্বর: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন ৷ এ বার ক্রিকেটের বাকি সবরকম ফরম্যাট থেকেও অবসর নিলেন সুরেশ রায়না (Suresh Raina Announces His Retirement) ৷ 2020 সালে 15 অগস্ট ধোনির সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি ৷ তবে, আইপিএল সহ বাকি ঘরোয়া টুর্নামেন্টে খেলছিলেন ৷ এ বার সেই সব ফরম্যাট থেকেও অবসর নিলেন রায়না ৷

রায়না এ দিন টুইটারে তাঁর অবসরের কথা ঘোষণা করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমার দেশ ও রাজ্যের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিতবোধ করছি ৷ এ বার আমি সবরকম ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি ৷’’ এই টুইটে তিনি বিসিসিআই, উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস এবং রাজীব শুক্লাকে ধন্যবাদ জানিয়েছেন ৷ রায়না শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন 2021 সালে আইপিএলে ৷ কিন্তু, 2022 সালে চেন্নাই সুপার কিংস তাঁকে ছেড়ে দেয় ৷

আরও পড়ুন:এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘মাস্ট উইন’ ম্যাচে নজরে ভারতের বোলিং

সূত্রের খবর, রায়না এ বার বিশ্বের বাকি ক্রিকেট লিগগুলিতে খেলবেন ৷ আগামী বছর দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলা টি20 লিগে খেলবেন সুরেশ রায়না ৷ যেখানে অংশ নেওয়া ছ’টা ফ্র্যাঞ্চাইজির আইপিএল দল রয়েছে ৷ 2021 সালের অক্টোবর সালে দুবাইতে সিএসকের হয়ে শেষবার খেলেছিলেন ৷ প্রতিপক্ষ ছিল রাজস্থান রয়্যালস ৷ রায়না 18টি টেস্ট, 226টি একদিনের ক্রিকেট এবং 78টি আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলেছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details