মুম্বই, 16 এপ্রিল : বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর ৷ বোর্ড প্রেসিডেন্ট পদে সৌরভ, সচিব পদে জয় শাহ থাকবেন কি না তা ভবিষ্যত বলবে ৷ কিন্তু আপাতত পদে বহাল থাকছেন সৌরভ-জয়রা ৷ কারণ সর্বোচ্চ আদালত বোর্ডের শুনানি স্থগিত রেখেছে ৷ সপ্তাহ দুয়েক বাদে ফের শুনানি হবে ৷ 2020 সালের মাঝামাঝি সময়ে দুজনেরই কার্যকাল শেষ হয়ে গিয়েছিল ৷
2019 সালে সুপ্রিম কোর্ট বিসিসিআইয়ের সংবিধানে পাস করে ৷ সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বোর্ডের প্রতিটি পদাধিকারীকে তিন বছরের জন্য কুলিং অফ পিরিয়ডে যেতে হবে ৷ এদিকে রাজ্য সংস্থা ও বিসিসিআই মিলিয়ে ক্রিকেট প্রশাসনে 6 বছর কাটিয়ে ফেলেছেন সৌরভ ৷ সচিব জয় শাহেরও পরিস্থিতি এক ৷ দুজনেরই পদে থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৷ সেক্ষেত্রে বোর্ডের মসনদে সৌরভ থাকবেন কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট ৷