পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 : ফের করোনার কবলে আইপিএল, সিঁদুরে মেঘ দেখছেন সমর্থকরা - DC match venue shifted as players tested Covid Positive

বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ঋষভ পন্থদের ৷ দিল্লি ক্যাপিটালসের একাধিক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় ইতিমধ্যেই পুণে থেকে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সরিয়ে আনা হয়েছে সেই ম্যাচ ৷ ফলে গত বছরের আইপিএলের ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই ৷ গত বছর 9 এপ্রিল দেশে ফ্যাঞ্চাইজি লিগ শুরু হলেও করোনার কবলে পড়েছিল একাধিক দল ৷ ফলে 2 মে মাঝপথেই টুর্নামেন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই (DC players tested COVID Positive) ৷

IPL 2022
ফের করোনার কবলে আইপিএল

By

Published : Apr 19, 2022, 10:21 PM IST

Updated : Apr 20, 2022, 7:41 AM IST

মুম্বই, 19 এপ্রিল : ফের কি করোনার কোপে থমকে যাবে আইপিএল ? এই প্রশ্নই এখন উঁকি দিচ্ছে সমর্থকদের মনে ৷ দিল্লি ক্যাপিটালসের একাধিক সদস্যা করোনা আক্রান্ত ৷ হাসপাতালে ভর্তি করা হয়েছে মিচেল মার্শকে ৷ বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ঋষভ পন্থদের ৷ ইতিমধ্যেই পুণে থেকে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সরিয়ে আনা হয়েছে সেই ম্যাচ (DC match venue shifted as players tested COVID Positive) ৷

দলের বাকিদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও বুধবার ম্যাচের আগে প্রত্যেক খেলোয়াড়ের আরেকবার করোনা পরীক্ষা হবে ৷ সেই পরীক্ষার ফলাফলের উপরেই ম্যাচের ভাগ্য নির্ভর করছে ৷ গত ম্যাচে আরসিবি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডসেক বা ম্যাচ পরবর্তী আড্ডা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল দিল্লি খেলোয়াড়দের ৷ দলের করোনা পরিস্থিতি খারাপ হলে বুধবারের ম্যাচের নিয়ম সম্ভবত আরও জটিল হতে চলেছে ৷

ফলে গত বছরের আইপিএলের ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই ৷ গত বছর 9 এপ্রিল দেশে ফ্যাঞ্চাইজি লিগ শুরু হলেও করোনার কবলে পড়েছিল একাধিক দল ৷ ফলে 2 মে মাঝপথেই টুর্নামেন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই ৷ পরে 19 সেপ্টেম্বর ফের আইপিএল শুরু হয় ৷ যদিও দেশ থেকে আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহিতে ৷

আরও পড়ুন : 25 শতাংশ দর্শক উপস্থিতিতে পঞ্চদশ আইপিএল, জানাল আয়োজকরা

গত বছরের তুলনায় চলতি বছরে করোনার প্রকোপ যথেষ্ট কম ৷ 1 এপ্রিল থেকে দেশজুড়ে উঠে গিয়েছে করোনা বিধি ৷ তা সত্ত্বেও আইপিএলের শুরুতেই একাধিক খেলোয়াড় করোনার কবলে পড়ায় চিন্তা বাড়ছে সমর্থকদের ৷ যদিও ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফ থেকে সরকারিভাবে এখনও নির্দেশিকা প্রকাশ করা হয়নি ৷

Last Updated : Apr 20, 2022, 7:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details