পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বৃষ্টির জন্য় ম্যাচ বাতিল, প্রোটিয়া ক্রিকেট বোর্ডকে 'ইডেন মডেল' অনুসরণের উপদেশ গাভাসকরের

Sunil Gavaskar Urges CSA: বৃষ্টির জেরে ম্যাচ বাতিলের সমস্যা কমাতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে 'ইডেন মডেল' অনুসরণের উপদেশ দিলেন সুনীল গাভাসকর ৷ তিনি জানান, বৃষ্টির সময় পুরো মাঠ ঢাকার ব্যবস্থা করতেই হবে ৷ কোনও অজুহাত চলবে না ৷

Sunil Gavaskar urges CSA
বৃষ্টির জন্য় ম্যাচ বাতিল, দক্ষিণ আফ্রিকাকে 'ইডেন মডেল' অনুসরণের উপদেশ গাভাস্করের

By PTI

Published : Dec 11, 2023, 9:20 PM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: বৃহস্পতিবার বৃষ্টি মাথায় করে ডারবান বিমানবন্দরে নামতে দেখা গিয়েছিল ভারতীয় দলকে ৷ তখনই অনেকে আশঙ্কা করেছিলেন সিরিজেও হয়তো কাঁটা হয়ে দাঁড়াবে বৃষ্টির ৷ আর ভারতের প্রোটিয়া সফরের প্রথম ম্যাচেই বাধ সাধল বর্ষার খামখেয়ালি ৷ ভেস্তে গিয়েছে প্রথম টি-20 ম্যাচ ৷ আর ঠিক এই প্রসঙ্গেই ইডেন গার্ডেন্সের কথা টেনে আনলেন সুনীল গাভাস্কর ৷ কেন? তিনি পরিষ্কার জানান, ইডেনে সিএবি যেভাবে বৃষ্টির সময় পুরো মাঠ ঢেকে রাখে সকলেরই সেটা করা উচিত ৷ তাতে বৃষ্টি থামলে দ্রুত খেলা শুরু করা যাবে ৷ এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্য়ায়েরও বিপুল প্রশংসা করেছেন তিনি ৷

তিনি বলেন, "সমস্ত কর্তৃপক্ষের পুরো মাঠ ঢাকার ব্যবস্থা করা উচিত ৷ কোনও অজুুহাত চলবে না ৷ প্রতিটা ক্রিকেট বোর্ডই প্রচুর টাকা পায় ৷ কোনও ভুলের জায়গা নেই ৷ বিসিসিআইয়ের মতো টাকা হয়তো সবার নেই ৷ তবে প্রত্যেকটা বোর্ডের কাছেই যথেষ্ট টাকা আছে যাতে তারা পুরো মাঠ ঢাকা দেওয়ার জন্য় কভার কিনতে পারে ৷"

ভারতের ক্ষেত্রেও কলকাতার ইডেন গার্ডেন্সেই একমাত্র এই ব্যবস্থা রয়েছে ৷ যার জেরে বৃষ্টি খেলার খুব একটা ক্ষতি করতে পারে না ৷ সৌরভ সিএবি সভাপতি থাকাকালীন বিদেশ থেকে এই কভার কিনে এনে ক্রিকেটের নন্দনকাননে এই ব্যবস্থা করেন ৷ এই নিয়ে বলতে গিয়ে সুনীল গাভাসকর বলেন, "আমার ধারণা ইডেনে মাত্র একটা টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় ৷ তারপর থেকে ইডেনে পুরো মাঠ ঢাকার ব্যবস্থা করা হয় ৷ প্রত্যেকের এমন পদক্ষেপ নেওয়া উচিত ৷ সেসময় সৌরভ সিএবি'র দায়িত্বে ছিলেন ৷"

গাভাসকরের দাবি, মাঠ পুরো ঢেকে রাখা না-হলে বৃষ্টি থামার পরেও মাঠ শুকোনোর ব্যবস্থা করতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায় ৷ যার জেরে খেলায় বাধা পড়ে ৷ কোনও কোনও ম্যাচ বাতিলও করতে হয় ৷ 2019 সালে বিশ্বকাপেও 4টি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল করতে হয়েছিল আইসিসি'কে ৷ অথচ এই ধরনের ব্যবস্থা করা হলে ম্যাচ শুরু হতে সময় কম লাগবে ৷ ফলতো ওভার কমিয়ে ম্যাচ ছোট করার সম্ভবনাও কমবে ৷ মঙ্গলবার, রয়েছে ভারতের দ্বিতীয় টি-20 ম্যাচ ৷ সূর্যকুমার যাদবের নেতৃত্বে মাঠে নামতে চলেছে ভারতীয় দল ৷

আরও পড়ুন:

  1. জয় হাতছাড়া হরমনপ্রীতদের! ইংল্যান্ডের কাছে 4 উইকেটে হার, সিরিজ দখল ব্রিটিশদের
  2. কুলদাকান্ত শিল্ড খেলতে রায়গঞ্জ যাচ্ছে ইস্টবেঙ্গল
  3. পরীক্ষার সামনে 'মেন ইন ব্লু'র তরুণ তুর্কিরা, ডারবান জয়ের 'অঙ্ক কী কঠিন' ভারতের জন্য?

ABOUT THE AUTHOR

...view details