নয়াদিল্লি, 8 মার্চ : শেন ওয়ার্নকে নিয়ে করা মন্তব্যের জন্য আক্ষেপ প্রকাশ করলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar Regrets Over Controversial Remarks on Shane Warne) ৷ গত সপ্তাহে এক সংবাদ চ্যানেলের শো-তে শেন ওয়ার্নকে মহান স্পিনার হিসাবে মানতে অস্বীকার করেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তাঁর সেই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হন গাভাসকর ৷ এ দিন নিজের সেই মন্তব্যের জন্য দুখঃপ্রকাশ করে, ক্ষমা চেয়েছেন এই মুম্বইকর ৷
গত শুক্রবার শেন ওয়ার্নের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে একটি নিউজ চ্যানেলের শো-তে শেন ওয়ার্নের মহত্বকে মানতে অস্বীকার করেন সুনীল গাভাসকর ৷ তিনি বলেন, ‘‘ভারতীয় স্পিনাররা এবং শ্রীলঙ্কান কিংবদন্তী মুথাইয়া মুরলীধরন শেন ওয়ার্নের থেকে অনেক ভাল ছিলেন ৷’’ এর স্বপক্ষে যুক্তিও দিয়েছিলেন সানি ৷ বলেছিলেন, ‘‘ভারতের মাটিতে নাগপুরের টেস্টে মাত্র একবার পাঁচ উইকেট নিয়েছিলেন শেন ৷ তাও জাহির খান তাঁকে বাজেভাবে সুইপ করতে গিয়ে আউট হয়ে 5 উইকেট পেতে সাহায্য করেছিলেন ৷’’
সুনীল গাভাসকরের মতে সেই সময় ভারতীয় ব্যাটাররা স্পিন বোলিং খেলায় বিশ্বসেরা ছিলেন ৷ তাঁদের বিরুদ্ধে শেন ওয়ার্ন বেশি উইকেট নিতে পারেননি ৷ পাশাপাশি, মুথাইয়া মুরলীধরনকে নিয়ে গাভাসকরের রায়, ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বহুবার 5 উইকেট নিয়েছেন মুরলী এবং তাঁদের সমস্যায় ফেলেছেন ৷ তাই স্পিনার হিসেবে মুরলী অনেক এগিয়ে বলে জানান সুনীল ৷