নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: আজ কেরিয়ারের 100তম টেস্ট ম্যাচ খেলতে নামেন চেতেশ্বর পূজারা (100th Test of Cheteshwar Pujara) ৷ ভারতের এই তিন নম্বর ব্যাটারকে এদিন 100 ম্যাচের ক্যাপ তুলে দেন কিংবদন্তি সুনীল গাভাসকর ৷ ম্যাচ শুরুর আগে সেই অনুষ্ঠানে গাভাসকর আশা প্রকাশ করলেন, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে যাতে পূজারা তাঁর একশোতম টেস্টে বড় ইনিংস খেলতে পারেন (Sunil Gavaskar Wishes for Cheteshwar Pujara) ৷ সেই সঙ্গে তিনি এও যোগ করেছেন, একজন কঠোর পরিশ্রমি এবং আত্মবিশ্বাসের কারণে পূজারা নতুন প্রজন্মের কাছে টেস্ট ক্রিকেটের আদর্শ ৷
চেতেশ্বর পূজারা ভারতের হয়ে 13তম ক্রিকেটার হিসেবে 100টি টেস্ট ম্যাচ খেলার নজির স্পর্শ করেন আজ ৷ এই কৃতিত্ব অর্জনকারী বাকি 12 জনের মধ্যে একজন তাঁর বর্তমান সতীর্থ বিরাট কোহলি ৷ স্বয়ং সুনীল গাভাসকর নিজে ভারতের হয়ে 100-র বেশি টেস্ট খেলেছেন ৷ সেই তালিকায় রয়েছেন, সচিন, সৌরভ, রাহুল, ভিভিএস, হরভজন, অনিল কুম্বলে, বীরেন্দ্র সেওয়াগের মতো ভারতীয় ক্রিকেটাররা ৷
ক্রিকেটের বড় এই ফরম্যাটকেই এদিন সবচেয়ে সেরা বলে উল্লেখ করেছেন পূজারা ৷ এদিন গাভাসকর বলেন, ‘‘100 টেস্টের ক্লাবে তোমাকে স্বাগত ৷ আমি আশা করছি তুমি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 100তম টেস্টে সেঞ্চুরি করবে ৷ আর দিল্লিতে দলের জয়ের ভিত গড়বে ৷’’ গাভাসকর নিজে ভারতের হয়ে 125টি টেস্ট ম্যাচ খেলেছেন ৷ যেখানে 34টি সেঞ্চুরি করেছিলেন তিনি ৷
আরও পড়ুন:31 মার্চ গুজরাত-চেন্নাই ম্যাচ দিয়ে শুরু আইপিএল, নাইটরা প্রথম মাঠে নামছে 1 এপ্রিল
পূজারার প্রশংসায় এদিন সানি পঞ্চমুখ ছিলেন ৷ তিনি জানান, পূজারা যখন ব্যাট করতে নামেন ৷ তখন মনে হয় ভারতীয় জাতীয় পতাকাকে সঙ্গে নিয়ে নামে ৷ নিজেকে সবসময় দেশের জন্য সমর্পিত করে দেন বলে জানান সুনীল গাভাসকর ৷ 2020-21 বর্ডার-গাভাসকরের উদাহরণ তুলে জানান, পেসারদের তীব্র গতির বলকে শরীরের নেওয়ার মতো সাহস পূজারার মতো আর কারও নেই ৷ তারপরেই দলের স্বার্থে তাঁর উঠে দাঁড়িয়ে লড়াই করার ভঙ্গির প্রশংসা করেন লিটল মাস্টার ৷ 2010 সালে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল পূজারার ৷ 13 বছরে 7 হাজারের উপর রান করেছেন সৌরাষ্ট্রের এই ব্যাটার ৷ 19টি সেঞ্চুরি রয়েছে পূজারার ঝুলিতে ৷