সাউদাম্পটন, 19 জুন : শুভমন গিলের দরাজ প্রশংসা শোনা গেল ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের মুখে ৷ শুক্রবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মাকে সঙ্গী করে ভাল শুরু করেন শুভমন ৷ গড়েন 62 রানের পার্টনারশিপ ৷ যদিও নিজে বড় রান করতে পারেননি ৷ মাত্র 28রানে শেষ হয় তাঁর ইনিংস ৷ তা সত্বেও সুনীল গাভাসকরের মুখে শোনা গেল তাঁর প্রশংসা ৷
রোজ বোলের কমেন্ট্রি বক্স থেকে সুনীল বলেন, ‘‘ভাল ক্রিকেটার হওয়ার সমস্ত রসদ আছে ওর মধ্যে ৷’’ যদিও গাভাসকর প্রশংসা করলেও এখনও পর্যন্ত টেস্টে কোনও শতরান করতে পারেননি শুভমন ৷ অস্ট্রেলিয়া সফরে গাব্বায় শেষ টেস্টে করেছিলেন 91 রান ৷ যা তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷