পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat Kohli : পাক ম্যাচ হেরেও সানির প্রশংসা কুড়োলেন কোহলি - সুনীল গাভাস্কর

পাকিস্তানের কাছে হারের পর এক সপ্তাহ বিশ্রামে কোহলি অ্যান্ড কোং ৷ বিরাটদের পরের ম্যাচ আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৷ তারপর যথাক্রমে আফগানিস্তান ও নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বিরাটবাহিনী ৷

Virat Kohli
পাক ম্যাচ হেরেও সানির প্রশংসা কুড়ালেন কোহলি

By

Published : Oct 26, 2021, 7:58 PM IST

দুবাই, 26 অক্টোবর : পাকিস্তান ম্যাচে ক্যাপ্টেন কোহলি অসফল হলেও ব্যাটার বিরাট সফল ৷ কোহলির নেতৃত্বে পাকিস্তানে কাছে বিশ্বকাপে প্রথমবার হারের লজ্জা বহন করেছে ভারত ৷ তবে বিরাটের 57 রানের ইনিংস প্রশংসা কুড়িয়েছে সুনীল গাভাস্করের ৷

কঠিন পরিস্থিতিতে 49 বলে বিরাটের 57 রানের ইনিংসের প্রশংসা করে সানি বলেন, "এটা দারুণ ইনিংস ৷ কারণ পাওয়ার প্লে-র মধ্য়েই ভারত দু'উইকেট হারিয়ে চাপের মধ্যে ছিল ৷ চাপের মধ্যে দায়িত্বশীল ইনিংস খেলেছে কোহলি ৷ বিরাটের ইনিংসে ভর করে ভারত লড়াইয়ের মতো রান তুলেছিল ৷ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ও যেভাবে ব্যাটিং করেছে এবং যেভাবে শাহিন আফ্রিদিকে ছক্কা হাঁকিয়েছে, তা দুর্দান্ত ৷ "

গত রবিবার দুবাইয়ে পাকিস্তানের কাছে হার দিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত ৷ বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের কাছে ভারতের প্রথম হার ৷ ওয়ান ডে হোক বা টি-20 বিশ্বকাপ, এর আগে ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান ৷ কিন্তু বিরাট কোহলির 'মেন ইন ব্লু'-র বিরুদ্ধে সেই অসাধ্য সাধন করেছে বাবর আজমের 'মেন ইন গ্রিন' ৷

ব্যাট হাতে বিরাট দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দিলেও পাক ব্যাটারদের কাছে তা যথেষ্ট ছিল না ৷ ভারতের 151 রান তাড়া করে কোনও উইকেট না-হারিয়ে ম্যাচ জিতেছে পাকিস্তান ৷ কোহলির বোলারদের নিয়ে ছেলেখেলা করেন দুই পাক ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ৷ কোনও ভারতীয় বোলারাই পাক ওপেনারদের উপর চাপ সৃষ্টি করতে পারেননি ৷

আরও পড়ুন : শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে টিম ইন্ডিয়ার 'হেডস্য়ার' পদে আবেদন দ্রাবিড়ের

ভারতীয় ইনিংসের শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে বিরাটদের চাপে রেখেছিলেন আফ্রিদি ৷ তাঁর বাঁ-হাতি গতি ও সুইংয়ের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা ৷ শেষ পর্যন্ত 4 ওভারে মাত্র 31 রান খরচ করে 3 উইকেট নিয়েছিলেন আফ্রিদি ৷ বিরাটের পাশাপাশি বাঁ-হাতি পাক পেসারের প্রশংসা করেন গাভাস্কর ৷ তিনি বলেন, "যেভাবে শাহিন আফ্রিদি বোলিং করেছে তা ছিল দুর্দান্ত ৷ ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে তার অ্যাঙ্গলিং ডেলিভারি ছিল দারুণ ৷ সংযুক্ত আরব আমিরশাহীর পিচে, যেখানে পেসাররা খুব একটা সাহায্য পায় না, সেখানে ভারতীয় টপ-অর্ডারকে নাড়িয়ে দিয়েছিল আফ্রিদি ৷"

ABOUT THE AUTHOR

...view details