পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Gavaskar Lashes out at Selectors: 'বলির পাঁঠা' পূজারা, সরফরাজকে গুরুত্ব না দেওয়ায় নির্বাচকদের মুণ্ডপাত সানির

চেতেশ্বর পূজারাকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার কারণ কী ? প্রশ্ন তুললেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অন্যতম সেরা টেস্ট ব্যাটার সুনীল গাভাসকর ৷ সেই সঙ্গে গত তিন মরশুমে রঞ্জি ট্রফিতে রান করার পরেও কেন টেস্ট দলে সুযোগ পাবেন না সরফরাজ খান ? সেই প্রশ্নে জাতীয় নির্বাচক কমিটিকে একহাত নিলেন তিনি ৷

Gavaskar Lashes out Selectors ETV BHARAT
Gavaskar Lashes out Selectors

By

Published : Jun 24, 2023, 5:02 PM IST

Updated : Jun 24, 2023, 6:32 PM IST

নয়াদিল্লি, 24 জুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে চেতেশ্বর পূজারাকে ৷ মূলত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রান করতে না পারাই এর প্রধান কারণ ৷ আর তার জন্য কোনও ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না ৷ এই নিয়েই জাতীয় নির্বাচক কমিটিকে একহাত নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ৷ পাশাপাশি, রঞ্জি ট্রফি না আইপিএল পারফরম্যান্স, টেস্ট দলে সুযোগ পাওয়ার মানদণ্ড কোনটা ? প্রশ্ন তুললেন সানি ৷ মূলত, ওয়েস্ট ইন্ডিজ সফরে মুম্বইয়ের সরফরাজ খানকে না-রাখার প্রসঙ্গে এ কথা বলেন তিনি ৷

জাতীয় নির্বাচক কমিটির দলবাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর ৷ মূলত টেস্ট দল বাছাই নিয়ে ৷ কেন সরফরাজ খান দুই ম্যাচের সিরিজে ভারতের প্রাথমিক দলে সুযোগ পেলেন না, তা নিয়ে গাভাসকর বলেন, ‘‘সরফরাজ খান গত তিনটি মরশুমে গড়ে 100 করে রান করেছে ৷ এরপরেও তাঁকে কী করতে হবে দলে সুযোগ পাওয়ার জন্য ? ওকে হয় তো প্রথম একাদশে রাখতে পারবে না ৷ কিন্তু, দলের সঙ্গে তো রাখা যেতে পারে ৷ তাঁকে বলা হোক যে, তাঁর পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়া হচ্ছে ৷’’

এরপরেই রঞ্জি ট্রফি আর আইপিএল-এর তুলনায় নামেন সানি ৷ নির্বাচকদের ভূমিকায় ক্ষিপ্ত কিংবদন্তি ব্যাটার বলেন, ‘‘রঞ্জি ট্রফি খেলা বন্ধ করে দিতে বলুন ৷ বলুন এর কোনও গুরুত্ব নেই ৷ প্লেয়ারদের বলুন আইপিএলে ভালো রান করতে ৷ সেখানকার পারফরম্য়ান্স লাল বলের ক্রিকেটে সুযোগ পাওয়ার জন্য যথেষ্ট ৷’’ উল্লেখ্য, গত রঞ্জি মরশুমে সরফরাজ খান রঞ্জি ট্রফিতে 3টি সেঞ্চুরি করেছিলেন মাত্র 6টি ম্যাচ খেলে ৷ সেখানে তাঁর মোট রান ছিল 556, গড় 92.66 ৷ এর পরেও জাতীয় দলে সুযোগ পাননি সরফরাজ খান ৷ আর তার আগের মরশুমে 4টি সেঞ্চুরি-সহ 122.75 গড়ে মোট 982 রান করেছিলেন এই মুম্বইকর ৷

আরও পড়ুন:আমি স্বপ্নপূরণের দোড়গোড়ায় দাঁড়িয়ে: মুকেশ কুমার

তবে, শুধু সরফরাজ খানকে দল বাছাইয়ে গুরুত্ব না-দেওয়া নয় ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের পর চেতেশ্বর পূজারাকে বাদ দেওয়া নিয়েও নির্বাচকদের মুণ্ডপাত করতে ছাড়লেন না সানি গাভাসকর ৷ তাঁর প্রশ্ন, ‘‘কেন আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য ওকে ‘বলির পাঁঠা’ করা হল ? ভারতীয় ক্রিকেটের একজন বিশ্বস্ত সেনানী ও ৷ একজন শান্ত এবং সাফল্য অর্জনকারী ৷ যেহেতু সোশাল মিডিয়ায় ওর তেমন কোনও ফলোয়ার নেই, কোনও প্ল্যাটফর্মে ওর হয়ে বলার কেউ নেই, তাই তুমি ওকে বাদ দিয়ে দেবে ? এটাই বোঝার বাইরে ৷’’

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দল ঘোষণা, সুযোগ পেলেন বাংলার পেসার

পাশাপাশি, করোনা পরবর্তী সময়ে এমনকি তার কয়েকবছর আগেও জাতীয় দল বাছাইয়ের পর কোনও সাংবাদিক বৈঠক ডাকা হয় না ৷ সেই নিয়েও প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর ৷ পূজারার বাদ পড়া নিয়ে বলতে গিয়ে তিনি জানান, বাকি যাঁরা ব্যর্থ হয়েছে তাঁদের দলে রাখা হয়েছে ৷ আর ওকে বাদ দেওয়া হয়েছে ৷ এর যুক্তি কী ? সানি বলেন, ‘‘আগে দল বাছাইয়ের পর সাংবাদিক বৈঠক হত ৷ এখন আর জাতীয় নির্বাচকরা সংবাদমাধ্যমের মুখোমুখি হন না ৷ তাই এই সব প্রশ্নগুলি তাঁদের সামনে তুলেও ধরা যায় না ৷’’

Last Updated : Jun 24, 2023, 6:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details