নয়াদিল্লি, 24 জুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে চেতেশ্বর পূজারাকে ৷ মূলত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রান করতে না পারাই এর প্রধান কারণ ৷ আর তার জন্য কোনও ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না ৷ এই নিয়েই জাতীয় নির্বাচক কমিটিকে একহাত নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ৷ পাশাপাশি, রঞ্জি ট্রফি না আইপিএল পারফরম্যান্স, টেস্ট দলে সুযোগ পাওয়ার মানদণ্ড কোনটা ? প্রশ্ন তুললেন সানি ৷ মূলত, ওয়েস্ট ইন্ডিজ সফরে মুম্বইয়ের সরফরাজ খানকে না-রাখার প্রসঙ্গে এ কথা বলেন তিনি ৷
জাতীয় নির্বাচক কমিটির দলবাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর ৷ মূলত টেস্ট দল বাছাই নিয়ে ৷ কেন সরফরাজ খান দুই ম্যাচের সিরিজে ভারতের প্রাথমিক দলে সুযোগ পেলেন না, তা নিয়ে গাভাসকর বলেন, ‘‘সরফরাজ খান গত তিনটি মরশুমে গড়ে 100 করে রান করেছে ৷ এরপরেও তাঁকে কী করতে হবে দলে সুযোগ পাওয়ার জন্য ? ওকে হয় তো প্রথম একাদশে রাখতে পারবে না ৷ কিন্তু, দলের সঙ্গে তো রাখা যেতে পারে ৷ তাঁকে বলা হোক যে, তাঁর পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়া হচ্ছে ৷’’
এরপরেই রঞ্জি ট্রফি আর আইপিএল-এর তুলনায় নামেন সানি ৷ নির্বাচকদের ভূমিকায় ক্ষিপ্ত কিংবদন্তি ব্যাটার বলেন, ‘‘রঞ্জি ট্রফি খেলা বন্ধ করে দিতে বলুন ৷ বলুন এর কোনও গুরুত্ব নেই ৷ প্লেয়ারদের বলুন আইপিএলে ভালো রান করতে ৷ সেখানকার পারফরম্য়ান্স লাল বলের ক্রিকেটে সুযোগ পাওয়ার জন্য যথেষ্ট ৷’’ উল্লেখ্য, গত রঞ্জি মরশুমে সরফরাজ খান রঞ্জি ট্রফিতে 3টি সেঞ্চুরি করেছিলেন মাত্র 6টি ম্যাচ খেলে ৷ সেখানে তাঁর মোট রান ছিল 556, গড় 92.66 ৷ এর পরেও জাতীয় দলে সুযোগ পাননি সরফরাজ খান ৷ আর তার আগের মরশুমে 4টি সেঞ্চুরি-সহ 122.75 গড়ে মোট 982 রান করেছিলেন এই মুম্বইকর ৷