পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Gavaskar Criticised Indian Batters: লোয়ার অর্ডারকে ব্যাট করার সুযোগ দিচ্ছে, রোহিতদের সমালোচনা গাভাসকরের - Border Gavaskar Trophy

রোহিত শর্মাদের ব্যাটিং নিয়ে সমালোচনায় সরব হলেন সুনীল গাভাসকর (Gavaskar Criticised Indian Batters) ৷ ইন্দোরের টার্নিং ট্র্যাকে ভারতের আক্রণাত্মক ব্যাটিংয়েরও সমালোচনা করেছেন তিনি ৷

Gavaskar Criticised Indian Batters ETV BHARAT
Gavaskar Criticised Indian Batters

By

Published : Mar 1, 2023, 2:16 PM IST

ইন্দোর, 1 মার্চ: ইন্দোরের টার্নিং ট্র্যাকে ভারতীয় ব্যাটারদের মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর ৷ তাঁর কটাক্ষ, ভারতীয় লোয়ার অর্ডারকে অনেকক্ষণ ব্যাটিং করার সুযোগ দিচ্ছেন টপ-অর্ডারের ব্যাটাররা (Sunil Gavaskar Criticises Indian Batters for Their Approach) ৷ পাশাপাশি, ম্যাচ নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী- 3 দিনের মধ্যে ইন্দোর টেস্ট শেষ হয়ে যাবে ৷ এদিন ভারত মাত্র 109 রানে অলআউট হয়ে গিয়েছে ৷ অস্ট্রেলিয়ার বাঁ-হাতি অর্থডক্স অফস্পিনার ম্যাথিউ কুহনেমন 5 উইকেট নিয়েছেন ৷

বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্টে টস জিতে রোহিতের ব্যাটিং করার সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল, তা মেনে নিয়েছে প্রায় সকলেই ৷ এমনকী ইন্দোরের পিচ যে টার্নিং হবে, সেটাও আগে থেকে অনুমান করেছিলেন অনেকে ৷ কিন্তু, তা যে ভারতীয় ব্যাটারদের কাছে বুমেরাং হয়ে যাবে, তা হয়তো বুঝতে পারেনি টিম ম্যানেজমেন্ট ৷ তবে, ভারতীয় ব্যাটারদের ব্যাটিংয়ের ধরন মোটেই পছন্দ হয়নি লিটল মাস্টার সুনীল গাভাসকরের ৷ কটাক্ষের সুরে বলেছেন, "আমাদের টপ-অর্ডার ব্যাটাররা লোয়ার অর্ডারকে সুযোগ দিচ্ছে লম্বা ইনিংস খেলার জন্য ৷"

ভারতীয় ব্যাটারদের উদ্দেশ্যে সানির পরামর্শ, উইকেটের চরিত্র বুঝে খেলতে হবে ৷ বলকে তার প্রাপ্য সম্মান দিতে হবে ৷ তাঁর এই মন্তব্যের উদ্দেশ্য কার্যত রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার বলেই মনে করছে বিশেষজ্ঞমহল ৷ কারণ, এদিন ম্যাথিউ কুহনেমনের প্রথম ওভারেই রোহিত যেভাবে স্টেপ আউট করতে গিয়ে স্টাম্প হন, তা খুবই সাধারণ মানের ব্যাটিং ছাড়া কিছুই নয় ৷

তবে, এই পিচে 150-180 রান প্রয়োজন বলে জানান সুনীল গাভাসকর ৷ তবে, তার ধারে কাছেও ভারত পৌঁছাতে পারেনি ৷ মাত্র 109 রানে শেষ হয়ে গিয়েছে ভারতের প্রথম ইনিংস ৷ সানি বলেন, ‘‘অন্তত 1500 থেকে 180 রান দরকার ৷ তাহলেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাজটা কঠিন হবে ৷ প্রথম দু’টো টেস্ট ম্যাচ আগেই হেরেছে ৷ সেই দু’টো ম্যাচে ভারতীয় স্পিনাররা দাপট দেখিয়েছেন ৷ সেই ধাক্কা কাটিয়ে ইন্দোরে ভালো কিছু করতে অজি ব্যাটারদের বড় পার্টনারশিপ চাই ৷’’

আরও পড়ুন:ইন্দোরের ঘূর্ণি পিচে অজি স্পিনারদের দাপট, 7 উইকেট হারিয়ে চাপে ভারত

এরপরেই ইন্দোরের পিচ নিয়ে কিছু মজাই করলেন সানি ৷ ধারাভাষ্য দেওয়ার সময় তিনি জানান, ভারতীয় বোলাররা যদি প্রথম দুই টেস্ট ম্যাচের মত দাপট দেখান ৷ তাহলে তৃতীয় দিন সন্ধ্যায় ফেরার জন্য বিমানের টিকিট কাটবেন তিনি ৷ উল্লেখ্য, সুনীল গাভাসকরের এই ভবিষ্যদ্বাণী আরও আগে ফলে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ৷ এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ব্যাটাররাও ভারতীয় স্পিনারদের সামনে টিকে থাকার লড়াই চালাচ্ছেন ৷

ABOUT THE AUTHOR

...view details