নয়াদিল্লি, 26 মে : মঙ্গলবারই ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁর ফুটবল স্কিলের একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ যেখানে ক্রসবার চ্যালেঞ্জে, কোহলির মারা শট বাঁক নিয়ে ক্রসবারে গিয়ে লাগে ৷ সেই ভিডিয়োটি দেখে মুগ্ধ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ৷ ভিডিয়োটি রিটুইট করে বিরাট কোহলির সঙ্গে মজাও করলেন তিনি ৷ যেখানে ছেত্রী লিখেছেন, ‘‘সব কোচিং সেশনের একটাই তালিকা পাঠাব, নাকি সহজ কিস্তিতে শোধ করবে, চ্যাম্প?’’
ভারতীয় ক্রিকেট ও ফুটবল দলের দুই অধিনায়কের বন্ধুত্ব আগেও সামনে এসেছে ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রেনিং সেশনে সুনীল ছেত্রীকেও দেখা গিয়েছিল ৷ ফলে দুই তারকা সোশ্যাল মিডিয়ায় এই খুনসুটিতে মেতেছেন তাঁদের অনুরাগীরাও ৷