পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Chhetri at NCA : জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অতিথি হয়ে এলেন ছেত্রী, ঝালিয়ে নিলেন ফিল্ডিং দক্ষতাও - জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অতিথি হয়ে এলেন ছেত্রী, ঝালিয়ে নিলেন ফিল্ডিং দক্ষতাও

ঝটিকা সফরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুনীল ছেত্রী ৷ উত্তর-পূর্বের ক্রিকেটারদের সঙ্গে মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে নিজের ফিল্ডিং দক্ষতা ঝালিয়ে নিলেন আন্তর্জাতিক স্তরে দেশের সর্বাধিক গোলস্কোরার (Sunil Chettri visits NCA in Bengaluru and flaunts his fielding skills) ৷

Chhetri at NCA
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অতিথি হয়ে এলেন ছেত্রী, ঝালিয়ে নিলেন ফিল্ডিং দক্ষতাও

By

Published : May 9, 2022, 9:54 PM IST

বেঙ্গালুরু, 9 মে : ঝটিকা সফরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জাতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী ৷ সাক্ষাৎ করলেন এনসিএ-তে অনুশীলনরত উত্তর-পূর্বের ক্রিকেটারদের সঙ্গে ৷ কথা বললেন অ্যাকাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গেও (Sunil Chhetri meets VVS Laxman) ৷ আর এত সবকিছুর মধ্যে উল্লেখযোগ্যভাবে নিজের ফিল্ডিং দক্ষতা ঝালিয়ে নিলেন আন্তর্জাতিক স্তরে দেশের সর্বাধিক গোলস্কোরার (Sunil Chettri visits NCA in Bengaluru and flaunts his fielding skills) ৷

দেশের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার হলেও ছোটবেলা থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি ৷ একাধিক সাক্ষাৎকারে সেকথা জানিয়ে এসেছেন সুনীল ছেত্রী ৷ পাশাপাশি তিনি যে বিরাট কোহলির কাছের বন্ধুও, তাও অজানা নয় ক্রীড়া অনুরাগীদের ৷ বর্তমানে গার্ডেন সিটিতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কাছাকাছিই থাকেন বেঙ্গালুরু এফসি তারকা ৷ রবিবার বিসিসিআইয়ের আমন্ত্রণেই ছেত্রী এনসিএ-তে এসেছিলেন বলে খবর ৷ আসলে মণিপুর, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ডের মত উত্তর-পূর্বের রাজ্যগুলো বছর তিনেক হল প্রথম শ্রেণীর ক্রিকেটে অন্তর্ভুক্ত হয়েছে ৷ তাদের কাছে আইকন বলতে এখনও ছেত্রী, বাইচুংরা ৷

স্বাভাবিকভাবেই উত্তর-পূর্বের ক্রিকেটারদের তাতাতে ছেত্রীর অভিজ্ঞতা অমূল্য মনে হয়েছে বিসিসিআই'য়ের ৷ তাই এই উদ্যোগ ৷ সোমবার অনুশীলনরত অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ছেত্রীর ফিল্ডিং অনুশীলনের একটি ছোট্ট স্লো-মো ভিডিও পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড লেখে, "এনসিএ-র প্রতিবেশী, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক তথা কিংবদন্তি সুনীল ছেত্রী রবিবার বিকেলে হঠাৎই অ্যাকাডেমিতে ৷

আরও পড়ুন : কোহলির ব্যর্থতা সত্ত্বেও বিরাট জয়, প্লে-অফের সম্ভাবনা জোরাল হল আরসিবির

আনন্দের সঙ্গে ফিল্ডিং দক্ষতা ঝালিয়ে নেওয়ার পাশাপাশি ফুটবল মাঠের নানা অভিজ্ঞতা তিনি শেয়ার করে নিলেন উত্তর-পূর্বের ক্রিকেটার এবং প্লেট গ্রুপের দলগুলোর সঙ্গে ৷" আরেকটি টুইটে এনসিএ প্রধান লক্ষ্মণের সঙ্গে ছেত্রীর আলাপচারিতা এবং ক্রিকেটারদের সঙ্গে ওয়ান অন ওয়ান সেশন ভাগ করে নেওয়ার ছবিও পোস্ট করে বিসিসিআই ৷

ABOUT THE AUTHOR

...view details