পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'শুধরে যাও', পাকিস্তানি সমালোচকদের সতর্ক করলেন শামি - Sudhar Jao

Mohammed Shami Warns Pakistan Cricketers for Their Inexplainable Conspiracy Theories: অন্য সংস্থার বল, বলের উপর আলাদা কোটিনের ব্যবহার, ভারতীয় দলের বোলিং নিয়ে এমন নানান অদ্ভুত মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ ৷ সেই নিয়েই এবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশের বিরুদ্ধে সরব হলেন মহম্মদ শামি ৷

Image Courtesy: Mohammed Shami X
Image Courtesy: Mohammed Shami X

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 6:57 PM IST

নয়াদিল্লি, 22 নভেম্বর: হাসান রাজার মতো প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারদের একহাত নিলেন মহম্মদ শামি ৷ ভারতীয় বোলাররা বিশ্বকাপে বিশেষ বল দিয়ে খেলার সুবিধা পেয়েছেন, এমনই আজব মন্তব্য করেছিলেন রাজা ৷ যা নিয়ে সম্প্রতি শামি একটি স্পোর্টস ব্র্যান্ডকে দেওয়া সাক্ষাৎকারে সেই সকল সমালোচকদের জবাব দিলেন ৷ তাঁর হুঁশিয়ারি, ‘শুধরে যান’ ৷

শামি সেই সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি প্রথম দিকে কোনও ম্যাচে খেলিনি ৷ কিন্তু, আমি ওই সব চক্রান্তের অভিযোগের কথা শুনেছি ৷ আর আমি যখন প্রথম ম্যাচ খেললাম সেখানে পাঁচ উইকেট পেলাম ৷ দ্বিতীয় ম্যাচে চার উইকেট নিয়েছিলাম ৷ আর তিননম্বর ম্যাচে আবারও পাঁচ উইকেট পাই ৷ কিন্তু, কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার এটা হজম করতে পারছেন না ৷ তো তাঁদের আমি কীভাবে সাহায্য করতে পারি !’’ শামি তাঁর স্পোর্টস সামগ্রীর স্পনসর তথা ব্র্যান্ডিং সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে, তাঁর বোলিংয়ের মতোই আগুন ঝড়ান ৷

শামি এই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকার হিসেবে শুধু নন ৷ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম 50 উইকেট নেওয়া ক্রিকেটার হয়েছেন তিনি ৷ আর এই বিশ্বকাপে তিনটি পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে সর্বোচ্চ 24 উইকেট পেয়েছেন লালা ৷ আর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিশ্বকাপে কোনও ভারতীয় বোলারের সেরা 57 রান দিয়ে 7 উইকেট নিয়েছেন তিনি ৷

শামির এই সেরা পারফর্ম্যান্স শুধু নয়, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের বোলিং নিয়েও প্রশ্ন তোলেন হাসান রাজারা ৷ তাঁদের উদ্দেশ্যে শামির বলেন, ‘‘কিছু প্রাক্তন পাকিস্তান বোলার মনে করেন, তাঁরা বিশ্বের সেরা ৷ তাঁরা ভালো খেলোয়াড় এবং ভারতের সাফল্য সহ্য করতে পারেন না ৷ আমার মতে, সত্যিকারের পারফর্মার তাঁরাই, যাঁরা কঠিন পরিশ্রম করেন সাফল্য পান ৷ সঙ্গে দলের প্রয়োজনে পারফর্ম করতে পারেন ৷’’ ভারতীয় বল অন্য রং এবং বিশেষ প্রকারের বল বিশ্বকাপে ব্যবহার করেছে ৷ এমনকি আদাল কোম্পানির বল দিয়ে খেলেছে ভারতীয় দল ৷ সেই নিয়েই শামি এ দিন বলেন, ‘‘ভাই শুধরে যাও ৷’’

আরও পড়ুন:

  1. 'গতকাল আমাদের দিন ছিল না', প্রধানমন্ত্রীর আলিঙ্গনের ছবি পোস্ট করে লিখলেন শামি
  2. ফাইনাল জিতিয়ে অমরনাথ-ওয়ার্নদের এলিট ক্লাবে ঢুকে পড়লেন হেড
  3. নাইট সংসারে ফিরছেন গম্ভীর, এবার মেন্টরের ভূমিকায় 2 বারের ট্রফিজয়ী অধিনায়ক

ABOUT THE AUTHOR

...view details