পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

World T-20 : টি-20 বিশ্বকাপ আয়োজনের দৌড়ে এবার শ্রীলঙ্কা - BCCI

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021-র (IPL) বাকি ম্যাচগুলি হওয়ার কথা আরব আমিরশাহিতে ৷ অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবরে আমিরশাহিতে বসবে আইপিএলের আসর ৷ তারপরই বিশ্বকাপ আয়োজন করতে যথেষ্ট বেগ পেতে হতে পারে আমিরশাহির ৷

টি-20 বিশ্বকাপ
টি-20 বিশ্বকাপ

By

Published : Jun 8, 2021, 1:12 PM IST

নয়াদিল্লি, 8 জুন : কোন দেশে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ 2021? প্রশ্নটা বেশ কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে ৷ প্রথমে দাবি করা হয়েছিল একান্ত ভারতে যদি বিশ্বকাপের আয়োজন করা না যায়, তাহলে তা হবে আরব আমিরশাহিতে ৷ কিন্তু এবার হঠাৎ করেই ভেসে উঠল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার নাম ৷

সূত্রের খবর, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) আধিকারিকরা ৷ প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ৷

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021-র (IPL) বাকি ম্যাচগুলি হওয়ার কথা আরব আমিরশাহিতে ৷ অর্থাৎ, সেপ্টেম্বর ও অক্টোবরে আমিরশাহিতে বসবে আইপিএলের আসর ৷ তারপরই বিশ্বকাপ আয়োজন করতে যথেষ্ট বেগ পেতে হতে পারে আমিরশাহির ৷

বিসিসিআইয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘‘এটা অস্বীকার করার কোনও জায়গা নেই যে বিসিসিআই ও ইসিবি-র আধিকারিকরা টুর্নামেন্টটি আবর আমিরশাহিতে আয়োজন করতে চাইছে ৷ যেহতু ভারতে করোনা পরিস্থিতি এখনও বেশ ভয়াবহ ৷ কিন্তু যে বিষয়টি মাথায় রাখতে হবে, তা হল এই মেগা ইভেন্ট আয়োজনের আগে সেখানে আইপিএলের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ৷ অর্থাৎ আরব আমিরশাহির 22 গজ যথেষ্ট ক্লান্ত থাকবে ৷ তাই মেগা টুর্নামেন্টের ধকল কতটা নিতে পারবে, তা নিয়ে চিন্তা থাকছেই ৷’’

আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?

তাছাড়া যে বিষয়টি শ্রীলঙ্কার পক্ষে যাচ্ছে, তা হল দ্বীপরাষ্ট্রে মাঠের সংখ্যা বেশি ৷ একা কলম্বোতেই 3টি স্টেডিয়াম আছে ৷ সেদিক থেকে দেখতে গেলে আরব আমিরশাহিতে মাত্র 3টি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details