নয়াদিল্লি, 13 জুলাই : মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন 1983 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যশপাল শর্মা ৷ প্রবাদ প্রতিম ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের ক্রীড়া মহল ৷
সতীর্থের মৃত্যুতে মুষড়ে পড়েছেন 1983-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ৷ সংবাদ সংস্থা পিটিআই তাঁর সঙ্গে যোগাযোগ করলে কান্না ভেজা গলায় তিনি বলেন, ‘‘ এখন আমি কথা বলার অবস্থায় নেই ৷’’
কয়েক সপ্তাহ আগেই একটি বই প্রকাশ অনুষ্ঠানে 1983-র বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা একত্রিত হয়েছিলেন ৷ ছিলেন যশপাল শর্মাও ৷ আজ তাঁর মৃত্যুর খবর পেয়ে প্রাক্তন সতীর্থ ও ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর বলেন, ‘‘ এটি অবিশ্বাস্য ৷ ও আমাদের সবার মধ্যে ফিট ছিল ৷ আমি ওর রুটিন সম্পর্কে জানতে চেয়েছিলাম ৷ ও নিরামিষাশী ছিল ৷ ডিনারেও সুপ খেত ৷ প্রাতঃভ্রমণ সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল ৷ আমি হতবাক ৷’’
প্রাক্তন স্পিনার বলবিন্দর সিং সান্ধু বলেন, ‘‘এটা সবথেকে খারাপ খবর ৷ 83-র দলটা একটা পরিবারের মতো ছিল ৷ আমাদের পরিবারের এক সদস্য আর রইল না ৷’’
কীর্তি আজাদ বলেন, ‘‘ সেদিন ও আমাকে বলেছিল, আমি কিছুটা ওজন কমিয়েছি ৷ আমাদের পুনর্মিলনটা দারুণ ছিল ৷ সেমিফাইনালে দারুণ খেলেছিল ৷ বব উইলসকে ছক্কাও হাঁকিয়েছিল ৷ এখন সবাই বলে রবীন্দ্র জাদেজা সেরা ফিল্ডার, আমাদের সময়ে যশপাল দারুণ ফিল্ডার ছিল ৷ বলে বলে বল উইকেটে থ্রো করতে পারত ৷ ’’