পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ব্যাঘ্রবাহিনীকে সমর্থনে গাড়ি বিক্রি, বাংলাদেশকে তাতাচ্ছেন টাইগার শোয়েব

বিদেশে শাকিব-তামিমদের সাফল্যের সাক্ষী হতে নিজের গাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন । হতাশাজনক পারফরম্যান্সেও বিশ্বকাপে বাংলাদেশকে তাতানোর কাজটা চালিয়ে যাচ্ছেন টাইগার শোয়েব ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 10:53 PM IST

Updated : Oct 26, 2023, 11:06 PM IST

বাংলাদেশকে তাতাচ্ছেন টাইগার শোয়েব

কলকাতা, 26 অক্টোবর: সুধীর, বশির চাচাদের সঙ্গে ক্রিকেটীয় আবেগে পাল্লা দিচ্ছেন বাংলাদেশের টাইগার শোয়েব । শঙ্খধ্বনি এবং সারা গায়ে তেরঙ্গা রঞ্জিত, মাথার চুলে ভারতীয় মানচিত্রের ছাঁট যদি টিম ইন্ডিয়াকে সমর্থনে সুধীরের ট্রেডমার্ক হয়, তবে বশির চাচার লম্বা দাড়ি এবং হাতে পাকিস্তানের পতাকা ক্রিকেটীয় আবেগের বার্তাবাহী ।

তাঁদের সঙ্গে পাল্লা দিতেই আসরে টাইগার শোয়েব । মাথায় স্পঞ্জের পুতুল বাঘ, এক হাতে বাংলাদেশের জাতীয় পতাকার অবিরাম আন্দোলন, আরেক হাতে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি নিয়ে টাইগার শোয়েব অক্লান্ত । বাংলাদেশ দল বিশ্বের যেখানে খেলতে যায় সেখানেই উপস্থিত থাকেন শোয়েব । দেশের ক্রিকেট দলের প্রতি ভালোবাসা এতটাই প্রবল যে বিদেশে শাকিব-তামিমদের সাফল্যের সাক্ষী হতে নিজের গাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন । এখন অবশ্য টাইগার শোয়েবের ক্রিকেটীয় প্রেমকে মর্যাদা দিতে সাহায্যের হাত বাড়িয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা ।

টাইগার বলেন, “একটা সময় নিজের গাড়ি বিক্রি করেছি । এখন তামিম ভাই আমার যাতায়াতের যাবতীয় খরচের পৃষ্ঠপোষক । ক্রিকেট যে সব দেশে খেলা হয় আমি সব জায়গাতে গিয়েছি ।’’ হাতে জাতীয় পতাকা । মুখে রং, মাথায় পুতুল বাঘ এবং মুখে গর্জে ওঠা বাংলাদেশ, কাম অন বাংলাদেশ ৷ চলতি বিশ্বকাপে প্রিয় দেশের সাফল্যের সঙ্গী হতে তিনি ওপাড় থেকে এপাড়ে । কিন্তু বাংলাদেশ প্রত্যাশিত ক্রিকেটটাই খেলতে ব্যর্থ । কলকাতা পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং পাকিস্তান । বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ড হারতেই বাংলাদেশ 9 নম্বর থেকে 8 নম্বরে উঠে এসেছে । আর তাতেই আশার আলো দেখছেন টাইগার শোয়েব ।

তিনি বলেন, “আমাদের দেশ প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারেনি । বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি । ভারতের বিরুদ্ধে জিতেছি । কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না । তবে বাকি ম্যাচগুলো জিতলে একটা ক্ষীণ আশা রয়েছে । দেখা যাক । তবে সবার আগে নেদারল্যান্ডস ম্যাচটা জিততে হবে ৷” বাংলাদেশের ঐচ্ছিক প্র্যাকটিসের দিনেও গ্যালারি থেকে ক্রিকেটারদের উৎসাহিত করার কাজ চালিয়ে গেলেন । বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ চলতি বিশ্বকাপের আকর্ষণীয় ম্যাচ নয় । তবুও হেমন্তের হিমের মত আকর্ষণের পারদ চড়ছে । সীমান্ত পাড় করে বহু মানুষ এই দু’টো ম্যাচ দেখতে এসেছেন । টিকিটের খোঁজ করছেন তারা । মহমেডান স্পোর্টিং ক্লাবের মাঠের কাউন্টারে ভিড় করছেন । ইডেনে দুপুরবেলা কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বাধীন পদস্থ অফিসাররা যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেন । টিকিট না-পেয়ে লাইফ মেম্বারদের ভিড় অনেকটাই হালকা । তিন নম্বর গেটের একটা দিক গাড়ির ধাক্কায় ভেঙে পড়া ছাড়া বিশ্বকাপের ম্যাচ আয়োজনে খামতি নেই ইডেনে ।

আরও পড়ুন: ছন্দে ফিরতে ছোটবেলার কোচের পরামর্শ নিয়ে ইডেনে দলে যোগ শাকিবের

Last Updated : Oct 26, 2023, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details