কলকাতা, 8 জানুয়ারি: সিএবি মেয়রস কাপ জিতল সেন্ট জনস পাবলিক স্কুল ৷ ইডেন গার্ডেন্সে মেয়রস কাপের ফাইনালে প্রতিপক্ষ রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলকে 123 রানে হারিয়েছে তারা ৷ দু’দিনের পিঙ্ক বলে আয়োজিত ফাইনালে পীযুষ করণ সেন্ট জনস পাবলিক স্কুলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ 38 রানে পাঁচ উইকেটে নিয়েছে সে ৷ এর আগে আনাস আলমের লড়াকু অপরাজিত 93 রান, 7 উইকেটে 230 রানে পৌঁছে দিয়েছিল সেন্ট জনস পাবলিক স্কুলকে ৷
প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় সাত উইকেটে হারিয়ে 107 রান করে চাপে পড়ে গিয়েছিল সেন্ট জনস পাবলিক স্কুল ৷ দলের এই বিপর্যয়ে দলকে টেনে তোলে আনস আলমের লড়াকু 93 রান ৷ ইনিংসে দশটি বাউন্ডারি ও একটি ছয় মারেন আনাস আলম ৷ সব থেকে বড় কথা দলের বিপর্যয়ে যেভাবে আনাস আলম ব্যাট করেছে, তা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে ৷ প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল মাত্র 107 রানে অলআউট হয়ে যায় ৷ এক সময় তারা 69 রানে আট উইকেট হারিয়েছিল ৷ বিজয় মণ্ডলের 38 রান ছাড়া কোনও ব্যাটার দাঁড়াতে পারেনি ৷
মেয়রস কাপ জয়ী সেন্ট জনস পাবলিক স্কুলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিচ্ছে সিএবি প্রেসিডেন্ট ফাইনাল ম্যাচে সেরা হয়েছে আনাস আলম ৷ ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে পীযুষ করণ ৷ সাত ম্যাচে 24 উইকেট নিয়ে সে প্রতিযোগিতার সেরা ৷ স্কুল ক্রিকেটের এই উপভোগ্য লড়াই দেখে খুশি সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, “উপভোগ্য ফাইনাল ৷ দু’টি দলই দারুণ লড়েছে ৷ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন সেন্ট জনস পাবলিক স্কুলকে ৷ পাশাপাশি রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলকে পরপর দু’বার ফাইনালে পৌঁছনোর জন্য অভিনন্দন ৷” ফাইনালে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷ তিনিও দু’টি দলকে অভিনন্দন জানিয়েছেন ৷ বছরের প্রথম মাসে 64 স্কুলের বাইশ গজে লড়াই নতুন প্রতিভাদের তুলে আনবে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন:
- 14 মাস পর টি-20 আন্তর্জাতিকে প্রত্যাবর্তন অধিনায়ক রোহিতের, ফিরলেন বিরাটও
- স্ত্রী অনুমতি দিলে কোচ হতে চান, অবসরের পর জানালেন ওয়ার্নার
- 'ভারতীয় দল দুরন্ত', টি-20 বিশ্বকাপে রোহিত-বিরাটের দলে থাকা নিয়ে কী বললেন মহারাজ!