মুম্বই, 8 জানুয়ারি : আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিচ্ছেন না সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar not part of Legends League Cricket) ৷ শনিবার অনুরাগীদের মন খারাপ করা খবর দিল মাস্টার-ব্লাস্টারের ম্যানেজমেন্ট সংস্থা ৷ সম্প্রতি কিংবদন্তি ক্রিকেট লিগের একটি প্রোমোশনাল ভিডিয়োয় জানা গিয়েছিল, বহু প্রতীক্ষিত এই লিগে অংশ নিতে চলেছেন 'ক্রিকেট ঈশ্বর' ৷ তবে এদিন সেই দাবি খারিজ করে দিলেন এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্টের মুখপাত্র (SRT Sports Management confirms the news) ৷
তিনি বলেন, "লেজেন্ডস লিগ ক্রিকেটে সচিন রমেশ তেন্ডুলকর অংশগ্রহণ করতে চলেছেন বলে যে খবর প্রচারিত হচ্ছে, সেটা সত্যি নয় ৷ আয়োজকদের উচিৎ অনুরাগী এবং অমিতাভ বচ্চন মহাশয়কে ভুল তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকা ৷" উল্লেখ্য, লিগের প্রোমোশনাল ভিডিয়োয় সচিন খেলছেন বলে প্রথমে জানিয়েছিলেন 'বিগ বি' ৷