শারজা,12 সেপ্টেম্বর:মরুশহরে সিংহলি রূপকথা (Sri Lanka beat pakistan to win the Asia Cup 2022)। ষষ্টবার এশিয়া সেরার তাজ উঠল দ্বীপরাষ্ট্রের মাথায়। ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে মহাদেশীয় ক্রিকেটের মগডালে দাসুন সানাকারা। আমিরশাহীতে পাকিস্তানকে হেলায় উড়িয়ে জয় তুলে নেওয়া আদতে সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের সমান। সেই কাজটাই করে দেখাল লঙ্কা বিগ্রেড ।
রবিবাসরীয় দুবাই আর্ন্তজাতিক স্টেডিয়ামে (dubai international stadium) দাপিয়ে বেড়ালেন শ্রীলঙ্কার ক্রিকেটারার । শুরু থেকেই বাইশ গজে শুধুই লঙ্কা-রাজ । এই দাপটের সামনে নতজানু হতে বাধ্য হয় পাকিস্তান। টুর্নামেন্টে শ্রীলঙ্কা একটি মাত্র ম্যাচ হেরেছে। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে সুপার ফোরে তাদের দাপটের সামনে অসহায় আত্মসমর্পন করতে বাধ্য হয়েছে ভারত আফগানিস্তান এবং পাকিস্তান। ফাইনাল নিয়ে মোট দু'বার হারতে হল পাকিস্তানকে ।
টস হেরে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের (0) উইকেট দ্রুত হারায় শ্রীলঙ্কা। দ্রুত ফিরে যান আরেক ওপেনার পাথুম নিশানকাও (8)। মাত্র 23 রানে দুই ওপেনারের উইকেট চলে যাওয়ায় মনে হয়েছিল পাকিস্তান বোলিং সামলাতে পারবে না শ্রীলঙ্কা। কিন্তু প্রাথমিক ঝটকা সরিয়ে ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে দ্বীপরাষ্ট্র। ধনঞ্জয় ডি সিলভা (28) এবং ভানুকা রাজাপক্ষে দলকে টেনে তোলেন। বিশেষ করে রাজাপক্ষের 45 বলে অপরাজিত 71 রান শ্রীলঙ্কাকে 170 রানে পৌছে দেয়। 20 ওভারের খেলায় এটি বড় স্কোর বলেই বিবেচিত হয়। রাজাপক্ষকে যোগ্য সঙ্গত করেন ওয়াইনিন্দু হাসারাঙ্গা (36) এবং চামিকা করুনারত্নে (14)।