শারজা 24 অক্টোবর : চলতি বিশ্বকাপে তাদের সমীহ না করলে ভুগতে হবে, প্রথম ম্য়াচে বুঝিয়ে দিল শ্রীলঙ্কা ৷ সুপার 12-র প্রথম ম্যাচে বড় রান তাড়া করে বাংলাদেশকে হারিয়ে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল সিংহলীরা ৷ আসালঙ্কা-রাজাপক্ষের বিধ্বংসী ব্যাটে ভর করে 7 বল বাকি থাকতে 172 রান তাড়া করে ম্যাচ জিতল দ্বীপরাষ্ট্র ৷ মরুশহরে ঝড় তুলে 49 বলে 80 রানে অপরাজিত থাকলেন চরিথ আসালঙ্কা ৷ 'টাইগার্স বধে'র আরেক কান্ডারি ভানুকা রাজাপক্ষে আউট হলেন 31 বলে ঝোড়ো 53 রান করে ৷
ভারত-পাক মহারণের প্রাক্কালে শারজায় এদিন এই দুই এশীয় শক্তির লড়াই ঘিরেও উত্তেজনা ছিল চোখে পড়ার মত ৷ উত্তেজক ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কা দলনায়ক দাসুন শানাকা ৷ দারুণ শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার মহম্মদ নঈম এবং লিটন দাস ৷ ষষ্ঠ ওভারে লিটন 16 রানে ফিরতেই ম্যাচের উত্তাপ আরও টের পাওয়া যায় ৷ ষষ্ঠ ওভারের পঞ্চম ডেলিভারিতে লাহিরু কুমারা বাংলাদেশ ওপেনার লিটন দাসকে ফেরাতেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন দু'জনে ৷ মিড-অফে শানাকা দুরন্ত ক্যাচ নিতেই প্রথমে লিটনের দিকে এগিয়ে যান লাহিরু ৷ পালটা সিংহলী বোলারের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যান লিটন ৷
তবে দুরন্ত হাফ-সেঞ্চুরি করলেন নঈম ৷ তাঁর ব্যাটে ভর করেই বড় রানের ভিত গড়ে বাংলাদেশ ৷ তাঁকে সঙ্গ দেন মুশফিকুর রহিম ৷ তৃতীয় উইকেটে মাত্র 38 বলে 50 রানের পার্টনারশিপ গড়েন দু'জনে ৷ 13.4 ওভারে একশো রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ ৷ নঈমের 62, রহিমের অপরাজিত 57 রানের সৌজন্যে 20 ওভারে 171 রান তোলে বেঙ্গল টাইগাররা ৷