মুম্বই, 23 এপ্রিল : 2017 এই দিনেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 49 রানে অল-আউট হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ লজ্জার নজিরের পঞ্চম বর্ষপূর্তিতে ফের এক লজ্জার ইনিংস উপহার দিল আরসিবি ৷ শনিবাসরীয় ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচে ব্র্য়াবোর্ন স্টেডিয়ামে 68 রানে গুটিয়ে গেল ফ্যাফ ডু'প্লেসির দলের ইনিংস ৷ প্রত্যুত্তরে এক উইকেটে সেই রান তুলে লিগ টেবিলে প্রথম সারিতে উঠে এল হায়দরাবাদ (SRH beat RCB by 9 wickets) ৷
আরসিবি-র এই ইনিংস আইপিএলের ইতিহাসে ষষ্ঠ সর্বনিম্ন স্কোর ৷ খারাপ সময় লম্বা করে এদিনও প্রথম বলে ডাগ-আউটে ফিরলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৷ লখনউয়ের পর এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক হলেন বিরাট ৷ সর্বাধিক 15 রান করলেন সুযশ প্রভুদেশাই ৷ 3টি করে উইকেটে আরসিবি-র কোমর ভাঙলেন তরুণ প্রোটিয়া পেসার মার্কো জানসেন এবং টি নটরাজন ৷