পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virender Sehwag on Politics: 'অহংকার ও ক্ষমতার লোভেই রাজনীতিতে আসেন ক্রীড়াবিদরা', বীরুর নিশানায় কে ? - Goutam Gambhir

Virender Sehwag Clears his Thoughts on Politics: বীরেন্দ্র সেহওয়াগের নিশানায় কে ? ক্রীড়াবিদদের রাজনীতিতে আসা নিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্যের পর এই প্রশ্নই উঠছে ৷ কী বললেন বীরু, আসুন জেনে নেওয়া যাক ৷

Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 8:53 PM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: একজন ক্রীড়াবিদের কখনই রাজনীতিতে আসা উচিত নয় ৷ আর সেটা কেউ করলে তা করে কেবলমাত্র অহংকার এবং ক্ষমতার খিদের জন্য ৷ টুইটারে এমনই বিস্ফোরক মত প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ৷ এক অনুরাগীর প্রশ্নে এই কথাগুলি বলেন তিনি ৷ উল্লেখ্য, দেশের নাম ‘ইন্ডিয়া’ সরিয়ে কেবলমাত্র ‘ভারত’ রাখা নিয়ে সেহওয়াগের পোস্টের প্রেক্ষিতে, একটি টুইট করেন বীরুর এক অনুরাগী ৷ সেই অনুরাগীর বক্তব্য ছিল, ‘‘আমি ভেবেছিলাম গৌতম গম্ভীরের আগে আপনি রাজনীতিতে আসবেন ৷’’ তার উত্তরে সেহওয়াগোচিত স্বভাবে সেটিকে সপাটে ওভার বাউন্ডারি হাঁকান প্রাক্তন এই ওপেনার ৷

সেওয়াগ সেই অনুরাগীর পোস্টটি রি-টুইট করে লেখেন, ‘‘আমার রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে নেই ৷ দেশের দুই বড় রাজনৈতিক দলের তরফে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল শেষ দুই নির্বাচনে ৷’’ বাইশ গজে তাঁর বেপরোয়া এবং বিধ্বংসী সব ইনিংসের মতোই এর পরের কথাগুলো লেখেন প্রাক্তন ওপেনার ৷ সেহওয়াগের মতে, ‘‘আমার মতে অধিকাংশ ক্ষেত্রে বিনোদনকারী এবং ক্রীড়াবিদদের রাজনীতিতে আসা উচিত নয় ৷ আর সেটা যদি কেউ করেন, তাহলে তা কেবলমাত্র অহংকার এবং ক্ষমতার খিদের জন্য ৷ তাঁরা মানুষের জন্য খুব কমই সময় বের করতে পারেন ৷’’

আর গম্ভীরের প্রসঙ্গে প্রশ্নের জবাবে সেহওয়াগের এই বিস্ফোরক জবাবে স্বভাবতই বিতর্ক তৈরি করেছে ৷ বিশেষত, ভারতের প্রাক্তন দুই ওপেনারের মধ্যে সম্পর্ক যে খুব একটা মধুর নয়, তা আরও স্পষ্ট হল বলে মনে করছে ক্রীড়ামহল ৷ বিশেষত, ‘অহংকার এবং ক্ষমতার লোভে রাজনীতি’, সেহওয়াগের এই বিতর্কিত মন্তব্যের আগুন এখানেই নিভে যাবে, তেমনটা মনে করাও বোকামি হতে পারে ৷

আরও পড়ুন:রাহুলকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

তবে, সবাইকে সেই এক গোত্রে ফেলেননি সেহওয়াগ ৷ তিনি বলেন, ‘‘সবাই সমান নন ৷ কিছু লোক আলাদা হন ৷ কিন্তু, অধিকাংশই প্রচার সর্বস্ব ৷’’ আর এটাও স্পষ্ট করলেন, তিনি ভবিষ্যতেও ক্রিকেট এবং ধারাভাষ্য নিয়ে থাকতে চান ৷ আর যখনই সুযোগ পাবেন সাময়িকভাবে সাংসদ হয়ে যাবেন, এমন স্বপ্ন তিনি কোনওদিন দেখেননি বলে মন্তব্য করেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনার ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details