কলকাতা, 9 সেপ্টেম্বর: 1021 দিনের মাথায় 83 ইনিংসের অপক্ষা শেষে, আবারও আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সরণিতে ফিরেছেন বিরাট ‘দ্য রান মেশিন’ কোহলি ৷ আর তাঁর এই কামব্যাকে উচ্ছ্বসিত আন্তর্জাতিক ক্রিকেটমহল (Sports Fraternity Congratulate to Virat Kohli) ৷ টুইটারে অভিনন্দনের বন্যা বইয়ে দিয়েছেন এবি ডি’ভিলির্য়াস, শোয়েব আখতার, মহম্মদ আমের, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, কেভিন পিটারসেন, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং জন্টি রোডস ৷
বিরাটের খুব কাছের বন্ধু এবং আরসিবি’র প্রাক্তন সতীর্থ এবি ডি’ভিলিয়ার্স এদিন টুইটারে লেখেন, ‘‘বিরাট কোহলি আবার নাচছেন ! কী সুন্দর দৃশ্য ৷’’
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘অবশেষে ও ফিরে এল ৷ অন্যতম সেরাদের মধ্যে একজন বিরাট কোহলি ৷ 71তম শতরানের জন্য দীর্ঘ প্রতীক্ষা ৷’’
আরেক পাক পেসার মহম্মদ আমের টুইটে লেখেন, ‘‘অবশেষে প্রতীক্ষার অবসান ৷ অসাধারণ সেঞ্চুরি কিং কোহলির ৷’’ এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ বিরাটকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘‘এটা খুব সুন্দর একটা সেঞ্চুরি ছিল ৷ বিরাটকে এতো সুন্দর ছন্দে দেখে খুব ভালো লাগছে ৷’’