পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টসে জিতে ফের বোলিংয়ের সিদ্ধান্ত মার্করামের, গত ম্যাচ হারলেও দলে পরিবর্তন করলেন না সূর্য - India vs South Africa Toss

India vs South Africa Toss: টসে জিতে আরও একবার বোলিংয়ের সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা ৷ পিচ দেখে খুশি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও ৷ দলে কোনও পরিবর্তন করেনি টিম ইন্ডিয়া ৷

India vs South Africa Toss
গত ম্যাচে টসের সঙ্গে সঙ্গে ম্যাচও জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 8:13 PM IST

জোহানেসবার্গ, 14 ডিসেম্বর:গত ম্যাচে টসের সঙ্গে সঙ্গে ম্যাচও জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা ৷ তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায় ৷ দ্বিতীয় ম্য়াচেও বাধ সেধেছিল বৃষ্টি ৷ তবে ডিএলএস নিয়ম অনুযায়ী, শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় প্রোটিয়াবাহিনী ৷ সিরিজ হার বাঁচাতে হলে তাই এই ম্যাচে জয়ে ফিরতেই হবে সূর্যকুমার যাদবের দলকে ৷ শুরুটা অবশ্য় হল গতদিনের মতোই ৷ টসে জিতে আরও একবার বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ৷

মার্করামের দাবি, উইকেট এখন সতেজ তাই রান তাড়া করতে কোনও সমস্যা হবে না ৷ আগের দিন যেভাবে তাঁরা রান তাড়া করেছিলেন সেই ধারাকেও বৃহস্পতিবার ধরে রাখতে চান তিনি ৷ ভারত অবশ্য দলে কোনও পরিবর্তন করেনি ৷ সূর্যের মতে, তাঁরা ব্যাট করে স্কোরকার্ডে রান তুলতেই চেয়েছিলেন ৷ উইকেট তাঁরও বেশ পছন্দ হয়েছে বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক ৷ দক্ষিণ আফ্রিকার দলে রয়েছে দু'টি পরিবর্তন ৷ এসেছেন দোনোভান ফেরিয়া ও নান্দ্রে বার্গার ৷

প্রথম ম্যাচে রিঙ্কু সিং এবং অধিনায়ক সূর্যর জোড়া অর্ধ-শতরানের জেরে 181 রানের টার্গেট রেখেছিল মেন ইন ব্লু ৷ বষ্টির কারণে টার্গেট ছোট হয়ে যায় ৷ আর সেই লক্ষমাত্রা তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা জয় তুলে নেয় মাত্র 13.5 ওভারেই ৷ 5 উইকেটে কার্যত হাসতে হাসতে 154 রান তুলে নেয় এইডেন মার্করামের দল ৷

তরুণ টিম ইন্ডিয়া রান রুখতে পারেনি পোর্ট এলিজাবেথের ছোট মাঠে ৷ বৃহস্পতিবার ছবিটা বদলাবে এমনই আশা করছেন সমর্থকরা ৷ যদিও উত্তরটা মিলবে মধ্যরাতে ৷ হোয়াইটওয়াশ আটকাতে ভারত কি নতুন কোনও রণকৌশল সাজাতে পারবে সেটাই দেখার ৷ তবে লড়াই যে সহজ হবে না তা বলাই বাহুল্য ৷ জিরাল্ড কোয়েটজে, তাবরেজ শামসির বিরুদ্ধেও যথেষ্ট দেখে শুনে ব্যাটিং করতে হবে সূর্যদের ৷

আরও পড়ুন:

  1. 'অর্জুন' মহম্মদ শামি! ক্রীড়ামন্ত্রকের কাছে বঙ্গ পেসারের নাম প্রস্তাব বিসিসিআইয়ের
  2. 'যতবার ভাবছি হতাশ লাগছে', বিশ্বকাপ হারের পর প্রথম ভিডিয়োবার্তায় বললেন রোহিত
  3. ভিলেন বৃষ্টি! কাজে এল না রিঙ্কুর প্রথম আন্তর্জাতিক হাফ-সেঞ্চুরি, 5 উইকেট হার ভারতের

ABOUT THE AUTHOR

...view details