জোহানেসবার্গ, 14 ডিসেম্বর:গত ম্যাচে টসের সঙ্গে সঙ্গে ম্যাচও জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা ৷ তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায় ৷ দ্বিতীয় ম্য়াচেও বাধ সেধেছিল বৃষ্টি ৷ তবে ডিএলএস নিয়ম অনুযায়ী, শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় প্রোটিয়াবাহিনী ৷ সিরিজ হার বাঁচাতে হলে তাই এই ম্যাচে জয়ে ফিরতেই হবে সূর্যকুমার যাদবের দলকে ৷ শুরুটা অবশ্য় হল গতদিনের মতোই ৷ টসে জিতে আরও একবার বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ৷
মার্করামের দাবি, উইকেট এখন সতেজ তাই রান তাড়া করতে কোনও সমস্যা হবে না ৷ আগের দিন যেভাবে তাঁরা রান তাড়া করেছিলেন সেই ধারাকেও বৃহস্পতিবার ধরে রাখতে চান তিনি ৷ ভারত অবশ্য দলে কোনও পরিবর্তন করেনি ৷ সূর্যের মতে, তাঁরা ব্যাট করে স্কোরকার্ডে রান তুলতেই চেয়েছিলেন ৷ উইকেট তাঁরও বেশ পছন্দ হয়েছে বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক ৷ দক্ষিণ আফ্রিকার দলে রয়েছে দু'টি পরিবর্তন ৷ এসেছেন দোনোভান ফেরিয়া ও নান্দ্রে বার্গার ৷
প্রথম ম্যাচে রিঙ্কু সিং এবং অধিনায়ক সূর্যর জোড়া অর্ধ-শতরানের জেরে 181 রানের টার্গেট রেখেছিল মেন ইন ব্লু ৷ বষ্টির কারণে টার্গেট ছোট হয়ে যায় ৷ আর সেই লক্ষমাত্রা তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা জয় তুলে নেয় মাত্র 13.5 ওভারেই ৷ 5 উইকেটে কার্যত হাসতে হাসতে 154 রান তুলে নেয় এইডেন মার্করামের দল ৷
তরুণ টিম ইন্ডিয়া রান রুখতে পারেনি পোর্ট এলিজাবেথের ছোট মাঠে ৷ বৃহস্পতিবার ছবিটা বদলাবে এমনই আশা করছেন সমর্থকরা ৷ যদিও উত্তরটা মিলবে মধ্যরাতে ৷ হোয়াইটওয়াশ আটকাতে ভারত কি নতুন কোনও রণকৌশল সাজাতে পারবে সেটাই দেখার ৷ তবে লড়াই যে সহজ হবে না তা বলাই বাহুল্য ৷ জিরাল্ড কোয়েটজে, তাবরেজ শামসির বিরুদ্ধেও যথেষ্ট দেখে শুনে ব্যাটিং করতে হবে সূর্যদের ৷
আরও পড়ুন:
- 'অর্জুন' মহম্মদ শামি! ক্রীড়ামন্ত্রকের কাছে বঙ্গ পেসারের নাম প্রস্তাব বিসিসিআইয়ের
- 'যতবার ভাবছি হতাশ লাগছে', বিশ্বকাপ হারের পর প্রথম ভিডিয়োবার্তায় বললেন রোহিত
- ভিলেন বৃষ্টি! কাজে এল না রিঙ্কুর প্রথম আন্তর্জাতিক হাফ-সেঞ্চুরি, 5 উইকেট হার ভারতের